পরপর ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ

পরপর ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ। ২ গোল করে নায়ক সেই রোনাল্ডো। ফাইনালে জুভেন্তাসকে ৪-১ গোলে হেলায় হারিয়ে খেতাব জিতল জিদানের ছেলেরা। এই নিয়ে ১২ বার। কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে একরকম দানবীয় হয়ে ওঠেন সি আর সেভেন।

Updated By: Jun 4, 2017, 11:45 AM IST
পরপর ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : পরপর ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ। ২ গোল করে নায়ক সেই রোনাল্ডো। ফাইনালে জুভেন্তাসকে ৪-১ গোলে হেলায় হারিয়ে খেতাব জিতল জিদানের ছেলেরা। এই নিয়ে ১২ বার। কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে একরকম দানবীয় হয়ে ওঠেন সি আর সেভেন।

আরও পড়ুন- জুভেন্টাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে মেসি বন্দনায় রোনাল্ডো

ম্যাচের  ২০ মিনিটেই রোনাল্ডোএগিয়ে দেন রিয়ালকে। এই নিয়ে ৩ টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই গোল করলেন রোনাল্ডে। রোনাল্ডো গোল করার মিনিট পাঁচেকের মধ্যেই সমতায় ফেরে জুভেন্তাস। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল ঝড়ের সামনে দাঁড়াতেই পারেননি ইতালির চ্যাম্পিয়নরা। এদিন ২ টি গোল করে ক্লাব ও আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০০ গোলের মাইল ফলক স্পর্শ করেন রোনাল্ডো।

.