ইংল্যান্ড সিরিজে দলে ঢোকার জন্য নিজের কাজ করে যাচ্ছেন গম্ভীর
ভারত - নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে যাচ্ছে আজই। তবে, ক্রিকেটের কোনও বিশ্রাম নেই। ভারতীয় ক্রিকেটারদেরও কোনও বিশ্রাম নেই। কারণ, নিউজিল্যান্ড চলে গেলেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে ইংল্যান্ড। শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। আর সেই সিরিজে নিজের জায়গা পাকা করতে নিঃশব্দে নিজের কাজটা করে চলেছেন ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর। রঞ্জি ট্রফির ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। ২৩২ বলে খেললেন ১৪৭ রানের ঝকঝকে ইনিংস।
ওয়েব ডেস্ক: ভারত - নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে যাচ্ছে আজই। তবে, ক্রিকেটের কোনও বিশ্রাম নেই। ভারতীয় ক্রিকেটারদেরও কোনও বিশ্রাম নেই। কারণ, নিউজিল্যান্ড চলে গেলেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে ইংল্যান্ড। শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। আর সেই সিরিজে নিজের জায়গা পাকা করতে নিঃশব্দে নিজের কাজটা করে চলেছেন ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর। রঞ্জি ট্রফির ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। ২৩২ বলে খেললেন ১৪৭ রানের ঝকঝকে ইনিংস।
আরও পড়ুন দীপাবলির সেরা ১০ বাজির কোনটার সঙ্গে কোন বলিউড অ্যাক্টরের মিল আছে!
শুধু তাই নয়, এই ইনিংসের দাপটে গম্ভীরের প্রথম শ্রেনীর ক্রিকেটে রান হয়ে গেল ১৪ হাজারেরও বেশি! এটা হল প্রথম শ্রেনীর ক্রিকেটে গম্ভীরের ৩৯ তম সেঞ্চুরি। ১৪৭ রানের ইনিংসে গম্ভীর ওড়িশার বিরুদ্ধে মোট ১৮টি চার মেরেছেন। ২০১৪ সালের ইংল্যান্ড সিরিজেও দলে ছিলেন গম্ভীর। দেখার এবারের সিরিজে তাঁকে দলে রাখেন কিনা নির্বাচকরা।