শহরে ফিরলেন সোনার মেয়েরা

দুপুরে দমদম বিমানবন্দরে সংবর্ধনা জানানো হল বাংলার সোনার মেয়েদের। ক্রীড়াপ্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা নিজে উপস্থিত থেকে মৌমা-সুতীর্থাকে সংবর্ধনা জানান।

Updated By: Apr 17, 2018, 05:24 PM IST
শহরে ফিরলেন সোনার মেয়েরা

ওয়েব ডেস্ক : গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ে মঙ্গলবার শহরে পা দিলেন বাংলার দুই সোনার মেয়ে- মৌমা দাস ও সুতীর্থা মুখার্জি। কলকাতা বিমানবন্দরেই এদিন সংবর্ধনা জানানো হয় দু'জনকে। গোল্ড কোস্টের সাফল্যে দৃশ্যতই উচ্ছ্বসিত লেগেছে দুই বাঙালি প্যাডলারকে।

আরও পড়ুন- বিরাটকে ক্রিকেটের রোনাল্ডো বললেন ব্রাভো

এই প্রথমবার কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে দলগত বিভাগে সোনা জিতে নেন ভারতের মেয়েরা। ফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ভারতের মেয়েরা। সেই সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বাংলার মৌমা দাস এবং সুতীর্থা মুখার্জি। এদিন দুপুরে দমদম বিমানবন্দরে সংবর্ধনা জানানো হল বাংলার সোনার মেয়েদের। ক্রীড়াপ্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা নিজে উপস্থিত থেকে মৌমা-সুতীর্থাকে সংবর্ধনা জানান।

ঘরে ফিরে উচ্ছ্বসিত সুতীর্থা বলেন, "কমনওয়েলথ গেমসে সোনা! এটা ভাবাই যায় না। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। যখন সোনা পেলাম, তখন তো ভীষন ভাল লাগছিল। ঠিক কী রকম লাগছিল, বলে বোঝাতে পারব না। জাতীয় সঙ্গীতের সময় গায়ে গায়ে কাঁটা দিচ্ছিল।"

আরও পড়ুন- নাইটদের সাবাসি, শাহরুখকে অভিনন্দন মমতার

২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নেননি মৌমা। এবার গোল্ড কোস্টে দলগত বিভাগে সোনা জেতার পাশাপাশি মহিলাদের ডাবলসেও রুপো জিতেছেন তিনি। শহরে ফিরে মৌমা জানান,"২০১৪ সালে ছিলাম না। ২০১০ এর পর ২০১৮ তে অংশ নিয়েছিলাম। যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলি, তত অভিজ্ঞতা বাড়ে। যখন সোনা জেতার পর জাতীয় সঙ্গীত হচ্ছিল তখন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। এই স্মৃতিটা চিরকাল থেকে যাবে।"

.