Yuzvendra Chahal: অনন্য মাইলস্টোনের সামনে চাহাল! ইডেনেই লিখে ফেলতে পারেন ইতিহাস

ক্রোড়পতি লিগের এক মরশুমে স্পিনার হিসাবে সর্বাধিক উইকেটশিকারি হতে চাহালের প্রয়োজন আর মাত্র একটি উইকেট। তাহলেই চাহাল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings, CSK) প্রাক্তন প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকে (Imran Tahir) টপকে এই মাইলস্টোন স্থাপন করবেন। ২০১৯ সালে তাহির হলুদ জার্সিতে ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। 

Updated By: May 24, 2022, 04:40 PM IST
Yuzvendra Chahal: অনন্য মাইলস্টোনের সামনে চাহাল! ইডেনেই লিখে ফেলতে পারেন ইতিহাস
ইতিহাসের সামনে যুজবেন্দ্র চাহাল

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতার ইডেন গার্ডেন্সে মহারণ। ডু-অর-ডাই ম্যাচে অনন্য মাইলস্টোনের সামনে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থানের স্পিনার ইডেনেই লিখে ফেলতে পারেন আইপিএল ইতিহাস। 

ক্রোড়পতি লিগের এক মরশুমে স্পিনার হিসাবে সর্বাধিক উইকেটশিকারি হতে চাহালের প্রয়োজন আর মাত্র একটি উইকেট। তাহলেই চাহাল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings, CSK) প্রাক্তন প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকে (Imran Tahir) টপকে এই মাইলস্টোন স্থাপন করবেন। ২০১৯ সালে তাহির হলুদ জার্সিতে ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। 

১৪ ম্যাচে ২৬ উইকেট নিয়ে চাহাল এই মুহূর্তে আইপিএলের সর্বাধিক উইকেটশিকারি। বেগুনি টুপিও উঠেছে তাঁর মাথায়। চাহাল যদি গুজরাতের বিরুদ্ধে আর একটি উইকেট নেন, তাহলেই হরিয়ানার স্পিনার ইতিহাস লিখে ফেলবেন। বলাই যায় যে ইতিহাস লেখা চাহালের শুধু সময়ের অপেক্ষা। ২০১৪-২০২১, টানা সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) সংসারে ছিলেন চাহাল। এই মরশুমে ৬.৫ কোটি টাকায় বেঙ্গালুরু ছেড়ে রাজস্থানে এসেছেন তিনি। বলাই বাহুল্য দারুণ ফর্মে রয়েছেন তিনি। 

আরও পড়ুন: IPL Qualifier 1, GT vs RR: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম

আরও পড়ুন: East Bengal-Manchester United: লাল-হলুদের লগ্নিকারী কি ম্যান ইউ! ত্রাতার ভূমিকায় Sourav Ganguly

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

 

.