ভারতের পথে হেঁটে গুলকে বাদ দিয়েই বিশ্বকাপে নামছে পাকিস্তান

ভারতের পথে হেঁটে বিশ্বকাপে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান। ভারতের মতই নামের বদলে সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরত্ব দেওয়ায় বাদ পড়তে হল তারকা পেসার উমর গুলকে। ১৫ জনের দলে চমক বলতে দেশের হয়ে মাত্র দুটো ওয়ানডে খেলা পেসার এহসান আদিল। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ইউনিস খানকেও।  অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থাকলেও ব্যাটসম্যান হিসাবে দলে আছেন মহম্মদ হাফিজ।

Updated By: Jan 7, 2015, 03:46 PM IST
ভারতের পথে হেঁটে গুলকে বাদ দিয়েই বিশ্বকাপে নামছে পাকিস্তান

ওয়েব ডেস্ক: ভারতের পথে হেঁটে বিশ্বকাপে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান। ভারতের মতই নামের বদলে সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরত্ব দেওয়ায় বাদ পড়তে হল তারকা পেসার উমর গুলকে। ১৫ জনের দলে চমক বলতে দেশের হয়ে মাত্র দুটো ওয়ানডে খেলা পেসার এহসান আদিল। মিসবা উল হকের নেতৃত্বে নামা দলে রাখা হয়েছে অভিজ্ঞ ইউনিস খানকেও।  অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থাকলেও ব্যাটসম্যান হিসাবে দলে আছেন মহম্মদ হাফিজ।

অনেক অনুরোধের পরেও বিশ্বকাপে খেলা হবে না সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকের। ৭ ফুটের দীর্ঘকায় পেসার মহম্মদ ইরফান তুরুপের তাস হতে চলেছেন। ব্যাটিংয়ে আফ্রিদি চমক থাকলেও আসল ভরসা হতে চলেছেন সরফরাজ আমেদ, হ্যারিস সোহেলরা। এক নম্বর স্পিনার সঈদ আজমল নির্বাসিত হওয়ায় স্পিন বিভাগে ভরসার হতে চলেছেন ইয়াসির শাহ।

ঘোষিত ১৫ জনের দল-আহমেদ শেহজাদ, মহম্মদ হাফিজ, সরফরাজ আমেদ, ইউনিস খান, হ্যারিস সোহেল, মিসবা উল হক (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মাসুদ, শাহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মহম্মদ ইরফান, জুনেইদ খান, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ

Squad- Ahmed Shehzad, Mohammad Hafeez, Sarfaraz ahmed, Younis Khan, Harris Sohail, Misbah ul Haq, Umar Akmal, Shoaib Maqsood, Shahid Afridi, Yasir Shah, Mohammad Irfan, Junaid Khan, Ehsan Adil, Sohail Khan, Wahab Riaz

.