মামলা হারলেন হাসিন জাহান, আদালত রায় দিল শামির পক্ষে

মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা শামিকে দিতে হবে।

Updated By: Aug 17, 2018, 03:22 PM IST
মামলা হারলেন হাসিন জাহান, আদালত রায় দিল শামির পক্ষে

নিজস্ব প্রতিনিধি : স্ত্রী হাসিন জাহানের দায়ের করা একাধিক মামলার একটিতে জয় পেলেন মহম্মদ শামি। হাসিন জাহানের খোরপোশের আবেদন নাকচ করলেন বিচারক। প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোশের দাবি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন হাসিন। যা কিনা নাকচ করেছে আদালত। এছাড়া তিন বছর বয়সী মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচের জন্য আরও তিন লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন। তিন লক্ষ না পেলেও কিছুটা খোরপোশ এক্ষেত্রে পাবেন হাসিন।

আরও পড়ুন-  পানশালায় ঢুকে 'কার্টুন' হয়ে গেলেন সুয়ারেজ

বৃহস্পতিবার আলিপুর আদালতের তিন নম্বর বিচারবিভাগীয় বিচারক নেহা শর্মা হাসিনের মাসে ৭ লক্ষ টাকা খোরপোশের আবেদন খারিজ করেন। তবে মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা শামিকে দিতে হবে। প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে এই টাকা হাসিনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
শামির আইনজীবী সেলিম রহমান বলেন, 'আমার মক্কেল মেয়ের খরচ দেবেন, এটা আগেই আদালতকে জানিয়েছিলাম। আদালতে তা মঞ্জুরও হয়েছে। হাসিন যে সিনেমায়  অভিনয় করছে ও মডেলিংয়ের দুনিয়ায় ফিরে গেছে, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।'

প্রসঙ্গত, হাসিন যেহেতু ফের নিজের পুরনো পেশা মডেলিং শুরু করেছেন, তাই তাকে খোরপোশ দেওয়ায় আপত্তি জানানো হয়েছে শামির পক্ষ থেকে। তার আইনজীবী দাবি করেন, হাসিন এখন নিজেই উপার্জন করছেন। তাই শামির কাছে খোরপোশের কোনও প্রয়োজন নেই। শুধু মডেলিং নয়, হাসিন অভিনয়ের জগতেও পা রেখেছেন। বলিউডের একটি আসন্ন সিনেমাতেও দেখা যাবে তাঁকে। হাসিনের আইনজীবী জাকির হোসেন পাল্টা যুক্তি দেন, এখনও তাঁর মক্কেল পাকাপাকি কোনও কাজ পাননি। বরং তিনি কাজের খোঁজে রয়েছেন হাসিন। তাই এই মুহূর্তে খোরপোশ বন্ধ হলে সমস্যা হবে। কিন্তু, আদালত তাতে কর্ণপাত করেনি। এই রায়ের বিরুদ্ধে আবারও আদালতে যাওয়ার কথা ভাবছেন হাসিন।

আরও পড়ুন-  এবার টেস্টেও ওপেন করতে তৈরি রোহিত শর্মা!

শামির আইনজীবী হাসিনের বিরুদ্ধে প্রথম বিবাহের তথ্য গোপন করার অভিযোগ এনেছেন। তিনি যে এর আগেও বিয়ে করেছিলেন, তার দুই কন্যা সন্তান রয়েছে, তা জানানো হয়নি বলে দাবি করা হয়েছে। ম্যারেজ সার্টিফিকেটের এক ফটোকপি জমা দিয়ে শামির আইনজীবী সেলিম রহমান বলেন, 'এখানে হাসিনকে অবিবাহিত দেখানো হয়েছে। এতেই প্রমাণিত যে শামির কাছে হাসিন তথ্য গোপন করেছিলেন।'

.