জিতল ব্রাজিল, চিন্তা বাড়ল ফিফার
আশঙ্কা আরও কিছুটা বাড়ল ব্রাজিল-সার্বিয়া ম্যাচের পর।
নিজস্ব প্রতিনিধি : কুকর্ম প্রথমে শুরু করেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচে হঠাত্ করেই গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। ম্যাচ শেষে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্রোয়েশিয়ার বেশ কয়েকজন সমর্থককে সেদিন দল বেঁধে পিটিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। এমন ঘটনার পর থেকেই বিশ্বকাপ আয়োজকরা দুঃশ্চিন্তায় ভুগছিলেন। তাদের সেই আশঙ্কা আরও কিছুটা বাড়ল ব্রাজিল-সার্বিয়া ম্যাচের পর। এবার হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা।
আরও পড়ুন- সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিল
স্পার্তাক মস্কোর গ্যালারিতে বেশ কয়েকজন ক্রোয়েশিয়া সমর্থককে মেরে বিতর্কে জড়ালেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিলিয়ানদের হাত থেকে রেহাই পেলেন না এক মহিলাও। তাঁর উপরও চড়াও হলেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের বিরুদ্ধে সার্বিয়া হারল দু গোলে। মাঠে বিপক্ষকে গোল ফিরিয়ে দিতে পারেননি সার্বিয়ার ফুটবলাররা। কিন্তু মাঠের বাইরে সার্বিয়ার সমর্থকরা চুপচাপ মার হজম করলেন না। তারাও পাল্টা দিলেন ব্রাজিলিয়ানদের। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা মারামারির কারণ জানতে পারেননি। একটা সময় দুই দলের সমর্থকদের হাতাহাতি বেশ বড় আকার নিয়েছিল বলে খবর। ঠিক সময় একাধিক নিরাপত্তা রক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন- স্থায়ী অধিনায়ক নেই ব্রাজিলের
প্রতি বিশ্বকাপেই দেখা মেলে কিছু উগ্র সমর্থকের। ফিফা ও বিশ্বকাপ আয়োজক দেশ বরাবরই এই উগ্র সমর্থকদের নিয়ে দুঃশ্চিন্তায় থাকে। রাশিয়াতেও সেই একই চিন্তা তাড়া করছে ফিফাকে। তবে ব্রাজিল-সার্বিয়া দলের সমর্থকদের এমন কাণ্ডের পর নড়েচড়ে বসেছে ফিফা। নক-আউট পর্ব থেকে নিরাপত্তা বলয় আরও জোরদার হবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।