IPL 2021: সেদিনের হারে তাঁর মন ভেঙে তছনছ হয়েছিল, Andre Russell বলছেন KKR ঘুরে দাঁড়াবেই

 ওয়াংখেড়েতে কলকাতার শেষ মুহূর্তের লড়াইকে কুর্নিশ করেছে বাইশ গজ৷ 

Updated By: Apr 23, 2021, 10:10 PM IST
IPL 2021: সেদিনের হারে তাঁর মন ভেঙে তছনছ হয়েছিল, Andre Russell বলছেন KKR ঘুরে দাঁড়াবেই

নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের (KKR vs CSK) বিরুদ্ধে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়েছিল ঠিকই, তবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতার শেষ মুহূর্তের লড়াইকে কুর্নিশ করেছে বাইশ গজ৷ সেদিন চেন্নাই ২২১ রানের টার্গেট দিয়েছিল কলকাতাকে৷ রান তাড়া করতে নেমে কেকেআরের প্রথম পাঁচ ব্যাটসম্যানই চলে গিয়েছিলেন ৩৫ রানের মধ্যে৷ সেখানে থেকে কেকেআর হেরেছিল ১৮ রানে৷

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় অসাধ্য সাধন করে ফেলেছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)৷ মাত্র২২ বলে ৫৪ রান করেছিলেন বিধ্বংসী মেজাজে৷ ক্যারিবিয়ান পাওয়ারহিটারের হাত থেকে ৩টি চার ও ৬টি গগনচুম্বী ছয় এসেছিল৷ সেদিন তীরে এসে তরী ডোবার জন্য হৃদয় ভেঙে তছনছ হয়েছিল রাসেলের৷ তবে ড্রে রাস বিশ্বাস করেন কেকেআর ঘুরে দাঁড়াবেই৷ আগামিকাল সেই ওয়াংখেড়েতেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নামবে কেকেআর৷ তাঁর আগেই ফ্যানেদের তাতালেন রাসেল৷

আরও পড়ুন: IPL 2021: জয়ের হ্যাটট্রিক করল CSK, দুরন্ত লড়েও হারল KKR

গত ম্যাচের প্রসঙ্গে রাসেল বলেছেন, "কাজটা বাকি রেখে আউট হয়ে গেলে রাগ আসেই৷ হাল্ক বেরিয়ে আসতে পারতে ভিতর থেকে৷ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের রাতটা অন্যরকম ছিল৷ আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম৷ ভীষণ ভাবে ম্যাচটা জেতাতে চেয়েছিলাম৷ হতাশায় মন ভেঙে গিয়েছিল৷ কিন্তু দিনের শেষে আমরা হাল ছাড়ছি না৷ আমরা লড়াই করে যাব৷ পৃথিবী এখানে শেষ হয়ে যাচ্ছে না৷ কখনও হাল ছাড়ব না৷ ফ্যানেদের ভালবাসা আমাদের সঙ্গে আছে আমরা জানি৷"

.