নিজেকে নয়, বরং দলগত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিচ্ছেন রাহুল
দলগত প্রচেষ্টাতেই এই জয় বলে মনে করেন রাহুল দ্রাবড়ির।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের ভরা বাজারে জুনিয়রদের কোচিং করাচ্ছেন রাহুল দ্রাবিড়। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অপ্রতিরোধ্য তাঁর ছেলেরা। গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি 'বয়েজ ইন ব্লু'। জয়ের কৃতিত্ব প্রাপ্য রাহুল দ্রাবিড়ের। তবে তা মানছে না দ্য ওয়াল। চ্যাম্পিয়ন হওয়ার পর রাহুল বললেন, ''তাঁকে নিয়ে হইচই করাটা ঠিক নয়। বরং এটা দলগত প্রচেষ্টার জয়।''
২০০৩ সালে ফাইনালে উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ওয়ান্ডারার্সে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল 'মেন ইন ব্লু'। সেই দলে উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৭ সালে আবার তিনি ছিলেন ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক।কিন্তু সেবার গ্রুপ স্তরেই বিদায় নেয় তাঁর দল। সেই আক্ষেপ মেটালেন রাহুল। কোচ হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতলেন। দল চ্যাম্পিয়নের হওয়ার পর রাহুল বলেন, ''ছেলেদের নিয়ে আমি খুব গর্বিত। সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করেছে। গত ১৪ মাসে কঠোর পরিশ্রম করেছি আমরা। এটা ওদের প্রাপ্য ছিল। দীর্ঘদিন এই স্মৃতি ওদের তৃপ্তি দেবে। আশা করি, আরও অনেক ভাল মুহূর্ত ভবিষ্যতের জন্য অপেক্ষা করে রয়েছে।''
আরও পড়ুন- বিশ্বকাপ জেতার পর দলকে পুরস্কৃত করল বিসিসিআই
তাঁকে নিয়ে প্রশংসা না-পসন্দ রাহুল দ্রাবিড়ের। দ্য ওয়াল মনে করেন, যাবতীয় প্রশংসা প্রাপ্য ক্রিকেটারদের। তাঁকে নিয়ে অযথা হইচই হচ্ছে। রাহুলের কথায়, ''আমাকে নিয়ে বেশি প্রচার হচ্ছে। তবে সাপোর্ট স্টাফরা না থাকলে তা সম্ভব হত না। দারুণ কাজ করেছে ওরা।''
Man of the moment - Rahul Dravid
These boys in such safe hands. Safest hands of Rahul Dravid. #INDvAUS #U19CWC #U19WorldCupFinal #ICCU19CWC pic.twitter.com/S1OLUTiZ2F— Amit Singh (@amit_beau123) February 3, 2018
আরও পড়ুন- বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর