দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব ওয়াকারের

আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না।

Updated By: Jun 2, 2020, 01:18 PM IST
দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব ওয়াকারের

নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝেই দিনকয়েক আগে প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়ে বসতেল আর এক প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। তিনি অবশ্য এক ধাপ এগিয়ে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ইমরান খানের নামাঙ্কিত ইমরান-কপিল সিরিজের প্রস্তাবনা পেশ করলেন।

 

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যেমন বর্ডার-গাভাসকর ট্রফি হয়, সেরকম ভাবেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ হোক দুই দেশের দুই কিংবদন্তির নামে। এমনটাই চাইছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। ফলে আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।

ইমরান-কপিল সিরিজের নাম প্রস্তাব প্রসঙ্গে ওয়াকার ইউনিস বলেন, "দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরা চায় ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক। এই সিরিজের নাম ইমরান খান ও কপিল দেবের নামে হোক। ইমরান-কপিল সিরিজ কিংবা স্বাধীনতা সিরিজ নামেও হতে পারে। আমি আশাবাদী আবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।"

আরও পড়ুন - অরুণ লালেই ভরসা রাখল CAB, উইকেটকিপারদের ক্লাস নেবেন দীপ

 

.