শেহবাগের থেকে বেশি প্রতিভাবান ছিল ইমরান নাজির, বিতর্ক উস্কে দিলেন আখতার

এত প্রতিভা থাকা সত্ত্বেও নাজির কেন শেহবাগের থেকে বড় ক্রিকেটার হতে পারলেন না! 

Updated By: Apr 29, 2020, 08:27 PM IST
শেহবাগের থেকে বেশি প্রতিভাবান ছিল ইমরান নাজির, বিতর্ক উস্কে দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদন— পাকিস্তানের জার্সিতে আট টেস্টে ৪২৭ রান করেছিলেন ইমরান নাজির। ৭৯টি একদিনের ম্যাচ খেলে তিনি করেছিলেন ১৮৯৫ রান। অন্যদিকে, ভারতীয় দলের জার্সি গায়ে বীরেন্দ্র শেহবাগ ১০৪টি টেস্টে করেছেন ৮৫৮৬ রান। একদিনের ক্রিকেটে ২৫১টি ম্যাচ খেলে করেছেন ৮২৭৩ রান। কিন্তু রান দিয়ে তিনি বিচার করতে রাজি নন। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, বীরেন্দ্র শেহবাগের থেকে অনেক বেশি প্রতিভাবান ছিলেন পাকিস্তানের ইমরান নাজির। মাঝে মধ্যেই এমন কিছু কথা বলেন আখতার যে দুই দেশের বাকযুদ্ধের রাস্তা প্রশস্ত হয়। এবারও আখতার সেটাই করলেন।

এত প্রতিভা থাকা সত্ত্বেও নাজির কেন শেহবাগের থেকে বড় ক্রিকেটার হতে পারলেন না! শোয়েব আখতার এই জন্য পাকিস্তানের ক্রিকেট প্রশাসনকে দায়ি করেছেন। ৪৪ বছর বয়সী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’বলেছেন, ''শেহবাগের মতো মস্তিষ্ক ছিল না ইমরানের। আবার ইমরানের মতো প্রতিভা শেহবাগের ছিল না। একবার এক ম্যাচে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরির পর ওকে নিয়মিত খেলানোর কথা বলেছিলাম। কিন্তু সেটা হয়নি। বোর্ড কর্তারা কথা শোনেনি। এরকম অনেক প্রতিভা পাকিস্তানে নষ্ট হয়েছে। তার জন্য আমরাই দায়ি। নাজিরের প্রতিভা লালন করতে পারলে আমরা শেহবাগের থেকেও ভাল ব্যাটসম্যান পেতাম। ওর হাতে তো সব ধরণের শট ছিল। ও ভাল ফিল্ডার ছিল।'' 

আরও পড়ুন— হাসির 'সেরা শত্রু একাদশে' তিন ভারতীয়!

ইমরান নাজির যেটুকু ভাল খেলেছেন তার জন্য জাভেদ মিয়াঁদাদকে কৃতিত্ব দিয়েছেন শোয়েব। আখতার বলেছেন, ''মিয়াঁদাদ বরাবর নাজিরকে নিয়মিত খেলানোর জন্য বলেছে। জাভেদ ভাই ওর প্রতিভা সম্পর্কে অবগত ছিল। নাজির ভুল শট খেলে আউট হলে জাভেদ ভাই ওকে মেসেজ করত। সব সময় ওকে বলত, ফোকাস ঠিক রাখতে হবে। নাজিরের প্রতি কর্তাদের নজর থাকলে ওর প্রতিভা পাকিস্তানের কাজে লাগত।''

.