রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের কাদের দিকে?
সোমবার রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের দুই চ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রা আর গগন নারাংয়ের দিকে। রিওতেই শেষবার শুটিং রেঞ্চে নামতে চলেছেন বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার। একই ইভেন্টে নামছেন গগন নারাংও। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাবার পর হকিতে জার্মানির মুখোমুখি হবেন শ্রীজেশরা। এক নজরে দেখে নেব সোমবার ভারতীয় ক্রীড়াবিদরা কোন কোন ইভেন্টে অংশ নেবেন।
ওয়েব ডেস্ক: সোমবার রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের দুই চ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রা আর গগন নারাংয়ের দিকে। রিওতেই শেষবার শুটিং রেঞ্চে নামতে চলেছেন বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার। একই ইভেন্টে নামছেন গগন নারাংও। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাবার পর হকিতে জার্মানির মুখোমুখি হবেন শ্রীজেশরা। এক নজরে দেখে নেব সোমবার ভারতীয় ক্রীড়াবিদরা কোন কোন ইভেন্টে অংশ নেবেন।
আরও পড়ুন অলিম্পিকে জঙ্গি নাশকতা নিয়ে চিন্তায় রিও প্রশাসন!
পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন ভারতের দুই চ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রা আর গগন নারাং। তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্লোভাকিয়ার প্রতিপক্ষের মুখোমুখি হবেন ভারতীয় তিরন্দাজ লক্ষ্মীরাণী মাঝি। হকিতে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাবার পর সোমবার হকির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জার্মানির মুখোমুখি হচ্ছেন শ্রীজেশরা। পুরুষদের মতই সোমবার মাঠে নামছে মহিলা হকি দলও। গ্রুপ বি-র ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি তারা। মহিলাদের দুশো মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিটে ভারতের প্রতিনিধিত্ব করবেন শিবানি কাটারিয়া। পুরুষদের সাঁতারে দুশো মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে লড়াই করবেন ভারতের সজন প্রকাশ।
আরও পড়ুন অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে প্রতিযোগী!