বিসিসিআইয়ের কাছে বিশ্রাম চাইলেন বিরাট

Updated By: Oct 23, 2017, 09:58 AM IST
বিসিসিআইয়ের কাছে বিশ্রাম চাইলেন বিরাট

নিজস্ব প্রতিবেদন: 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে বিসিসিআইয়ের কাছে ছুটি চাইলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সূত্রের খবর, আগামী ডিসেম্বরে আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলতে চাইছেন না বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম নিতে চাইছেন বিরাট, এমনই জানিয়েছেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা।

ওই শীর্ষ কর্তা বলেন, "ব্যক্তিগত কারণে ডিসেম্বরে থাকতে পারবেন না বিরাট। বিসিসিআইকে জানিয়েছেন তিনি। টানা কয়েক বছর অবিরাম ক্রিকেট খেলে চলেছেন কোহলি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাই বিশ্রাম নিয়ে ফ্রেশ স্টার্ট করতে চাইছেন তিনি"। বিরাটের এই ছুটির আবেদন মঞ্জুর হলে, গোটা শ্রীলঙ্কা সফরই ভারত অধিনায়ককে পাবে না দল। যার ফলে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ- তিন ফর্ম্যাটেই 'বিরাট ভরসা' পাবে না ম্যান ইন ব্লু।

উল্লেখ্য, এই কয়েক বছরের টানা ক্রিকেটে একবারই চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল কোহলিকে। ধর্মশালা টেস্টে কাঁধে চোট পাওয়ার পরই মাঠের বাইরে বসতে হয়েছিল তাঁকে। সে বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে দলের ব্যাটন ধরেছিলেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে।     

.