এশিয়ান গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বজরঙ্গ পুনিয়া
খেলা শেষ হওয়ার মাত্র ৪০ সেকেন্ড আগে ১০-৮ য়ে লিড নিয়ে নেন পুনিয়া। তখনই সোনার পদক একপ্রকার নিশ্চিত হয়ে যায় তাঁর।
নিজস্ব প্রতিবেদন : জাকার্তা এশিয়ান এশিয়ান গেমসের প্রথম দিনেই কুস্তিতে দেশকে সোনার পদক এনে দিলেন বজরঙ্গ পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন হরিয়ানার ২৪ বছর বয়সী কুস্তিবিদ।
Breaking News: India get 1st GOLD MEDAL of #AsianGames2018 as Bajrang Punia beats Japanese grappler 10-8 in Final (FS 65 kg). yupeeeeeee #AsianGames2018 pic.twitter.com/fMshTJ8tzE
— India@AsianGames2018 (@India_AllSports) August 19, 2018
প্রথমে উজবেকিস্তানের সিরোজিদ্দিন খাসানাভকে ১৩-৩ ব্যবধানে হারান পুনিয়া। কোয়ার্টার ফাইনালেও দুরন্ত পারফরম্যান্স করে তাজিকিস্তানের আব্দুল কোসিম ফইজিয়েভকে ১২-২ য়ে উড়িয়ে দেন। এরপর সেমি ফাইনালে মঙ্গোলিয়ার বাতমাগনাই বাতচুলুনকে,বজরঙ্গ হারান ১০-০ তে। এরপর ফাইনালে জাপানের দাইচি তাকাতানির মুখোমুখি হন তিনি। সেয়ানে-সেয়ানে লড়াই চলতে থাকে ফাইনালে। খেলা শেষ হওয়ার মাত্র ৪০ সেকেন্ড আগে ১০-৮ য়ে লিড নিয়ে নেন পুনিয়া। তখনই সোনার পদক একপ্রকার নিশ্চিত হয়ে যায় তাঁর। শেষপর্যন্ত জাপানের দাইচি তাকাতানিকে ১০-৮ য়ে হারিয়ে ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতে নেন বজরঙ্গ পুনিয়া।
And the promised Gold has come!! #BajranjPunia brings #TeamIndia its first Gold from the 18th #AsianGames in Jakarta! A well-deserved win for Punia, mixing it up with sheer courageous moves combining defence and attack! #Congratulations @BajrangPunia pic.twitter.com/TEt3S4yuA4
— Team India (@ioaindia) August 19, 2018
আরও পড়ুন - এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল শুটিংয়ে
২০১৪ সালে এশিয়ান গেমসে ৬১ কেজি বিভাগে রুপো জিতেছিলেন পুনিয়া। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ৬৫ কেজি বিভাগে সোনার পদক জিতেছিলেন তিনি। যদিও এশিয়ান গেমসে কুস্তিতে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রথম রাউন্ডেই হেরে যান পদক জয়ের অন্যতম দাবিদার সুশীল কুমার।