সাফ কাপের ফাইনালে ভারত

Updated By: Jan 2, 2017, 10:43 PM IST
সাফ কাপের ফাইনালে ভারত

ব্যুরো: নেপালকে হারিয়ে মহিলাদের সাফ কাপের ফাইনালে জায়গা করে নিল ভারতীয় দল। কার্যত এক তরফা ম্যাচে তিন-এক গোলে জিতল ভারতের মহিলা ব্রিগেড। এই নিয়ে টানা চারবার সাফ কাপের ফাইনালে উঠল তারা। শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন কমলা দেবী-রা। যদিও প্রথম গোলের জন্য পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতীয় দলকে। কমলা দেবীর গোলে লিড নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধের তেরো মিনিটে ভারেতর হয়ে ব্যবধান বাড়ান ইন্দুমতি। একটা সময়ে নেপাল ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিল। কিন্তু খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে সাস্মিতা মালিকের গোল সাফ ফাইনালে ভারতের জায়গা পাকা করে দেয়। সোমবার মাত্র সতেরো বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হয় ডিফেন্ডার জবামণি টুডুর। 

 

.