দৈত্য পেসারকে রুখতে বিশেষ অনুশীলন ধোনিদের

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। তাদের দলে আবার আছেন পেসার মহম্মদ ইরফান।

Updated By: Feb 12, 2015, 08:32 PM IST
দৈত্য পেসারকে রুখতে বিশেষ অনুশীলন ধোনিদের

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। তাদের দলে আবার আছেন পেসার মহম্মদ ইরফান। উচ্চতা সাত ফুট। অ্যাডিলেডে এই ইরফানকে সামলানোর জন্য বিশেষ অনুশীলন করলেন মহেন্দ্র সিং ধোনিরা। প্রায় আট ফুট উচ্চতা থেকে ছোঁড়া বলে নেটে অনুশীলন করলেন রোহিত শর্মা-শিখর ধাওয়ানরা।

এদিনের অনুশীলনের জন্য দুটি টুলের ব্যবস্থা করা হয়েছিল। এই টুল দুটির উপর চড়ে উপর থেকে বল ছুঁড়ছিলেন দলের এক সদস্য। আর সেই বলে অনুশীলন সারছিলেন রোহিতরা। এর পাশাপাশি ভারতীয় পেসারদের লাইন অ্যান্ড লেন্থ সঠিক করার জন্য চলে বিশেষ অনুশীলনও। ভারতীয় পেস ব্রিগেডের অন্যতম দুই অস্ত্র মহম্মদ সামি ও মোহিত শর্মা সঠিক লাইন ও লেন্থের অনুশীলনের জন্য দীর্ঘক্ষণ নেটে বল করেন।

.