অ্যাডিলেডে অজি পেসারদের দাপট, ব্যাটিং বিপর্যয় ভারতের
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টেস্ট দলে কামব্যাক করলেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন : বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু মিচেল স্টার্ক-জোস হ্যাজেলউড-প্যাট কামিন্সের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের।
Toss time: #TeamIndia win the toss and bat first #AUSvIND pic.twitter.com/HqUQKGn6G1
— BCCI (@BCCI) December 5, 2018
ম্যাচের আগের দিনই ১২ সদস্যের নাম জানিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা না হনুমা বিহারি কে খেলবেন প্রথম একাদশে, সেই নিয়েই প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টেস্ট দলে কামব্যাক করলেন রোহিত শর্মা। প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা করে নিলেন 'হিটম্যান'। অ্যাডিলেডের বাইশ গজে ঘাস থাকবে আগেই জানিয়ে দিয়েছিলেন পিচ কিউরেটর। শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের । প্রথমে কে এল রাহুলকে তুলে নিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কাটা দিলেন সেই হ্যাজেলউড। ৮ বল খেলে মাত্র ২ রান করে ফিঞ্চের হাতে স্লিপে ধরা দিলেন রাহুল। আর প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা বিজয়ও ২২ বলে ১১ রান করে মিচেল স্টার্কের বলে পেইনের হাতে ধরা দিলেন। আর অধিনায়ক কোহলিকে প্রথম ওভারেই ফেরালেন প্যাট কামিন্স। দুরন্ত ক্যাচ নিলেন উসমান খোয়াজা। মাত্র ৩ রান করেন ভারত অধিনায়ক। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের টিপস কাজে লাগিয়েই সাফল্য পেলেন অজি পেসার প্যাট কামিন্স।
Incredible from @Uz_Khawaja! #AUSvIND | @bet365_aus pic.twitter.com/eLgBLnQssM
— cricket.com.au (@cricketcomau) December 6, 2018
এরপর চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কে রাহানে একটু হাল ধরেন। কিন্তু ১৩ রানে সাজঘরে ফিরে যান রাহানে। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ভারত ৪ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা।