বরসাপাড়ার নয়া স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার লক্ষ্যে ভারত
ওয়েব ডেস্ক: মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার লক্ষ্যে নামছেন বিরাট কোহলিরা। তবে অসমের নয়া স্টেডিয়ামের পিচ নিয়ে চিন্তিত ভারতের টিম ম্যানেজমেন্ট।গুয়াহাটির নয়া স্টেডিয়ামেই মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার লক্ষ্যে নামছেন বিরাট কোহলিরা। সাত বছর পর গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারত। তাও আবার বরসাপাড়ার নব নির্মিত স্টেডিয়ামে। রাঁচিতে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে গুয়াহাটিতে খেলতে নামছে ভারত। ফলে টিকিটের চাহিদা তুঙ্গে। অসম ক্রিকেট সংস্থা জানিয়েছে টিকিট শেষ।
আরও পড়ুন ভারতীয় ফুটবলের ইতিহাসে ঢুকে গেল জ্যাকসনের নাম
এই অবস্থায় বিরাট কোহলিরাও চাইছেন বরসাপাড়ার নতুন স্টেডিয়ামে সিরিজ জিতে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে। তবে ভারত অধিনায়ক ভয় পাচ্ছেন বরসাপাড়ার নতুন পিচকে। কারণ এই পিচেই গতবছর রঞ্জি ট্রফিতে হায়দরাবাদ, হিমাচল প্রদেশকে মাত্র ছত্রিশ রানে অলআউট করে দিয়েছিল। যদিও পিচ কিউরেটর বলছেন বাইশ গজ একেবারেই স্পোর্টিং। এই ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভবনা প্রবল। উল্টোদিকে ডেভিড ওয়ার্নাররা সিরিজে সমতা ফিরিয়ে অন্তত নিজেদের মান বাঁচাতে চাইছেন।
আরও পড়ুন ভারতের পর ঘানাকেও হারিয়ে দিল আমেরিকা