লর্ডসে পূজারাকে খেলানো নিয়ে মজার টুইট সেওয়াগের!
অধিনায়ক বিরাট কোহলি ছাড়া বাকি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা এজবাস্টনে মুখ থুবড়ে পড়ার পর টেস্ট স্পেশালিস্ট পূজারাকে লর্ডস টেস্টে দলে নেওয়ার কথা বলছেন অনেকেই।
নিজস্ব প্রতিবেদন : এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সবাইকে অবাক করে চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। সিরিজের প্রথম টেস্টে হারের যাবতীয় দায় টপ অর্ডারের ব্যাটসম্যানদের ওপরই চাপিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ হারের পর কোহলি দলের ব্যাটসম্যানদের আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছিলেন। লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল চেতেশ্বর পূজারা দলে সুযোগ পাবেন কিনা? আর লর্ডসে পূজারাকে খেলানো নিয়ে এবার মজার টুইট করলেন বীরেন্দ্র সেওয়াগ।
আরও পড়ুন - 'বাড়ি ফিরে আয়না দেখো'! বিজয়, শিখরদের বললেন বিরাট
অধিনায়ক বিরাট কোহলি ছাড়া বাকি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা এজবাস্টনে মুখ থুবড়ে পড়ার পর টেস্ট স্পেশালিস্ট পূজারাকে লর্ডস টেস্টে দলে নেওয়ার কথা বলছেন অনেকেই। আসলে পূজারার মতো ব্যাটসম্যানের অভাব প্রথম টেস্টে চোখে পড়েছে। ধাওয়ান, রাহুল, রাহানেরা একেবারেই ক্রিজে জমাট বাঁধা ইনিংস খেলতে পারেননি। তিন নম্বরে নামা কোনও ব্যাটসম্যানের দলকে ভরসা দিতে পারেননি। তাই সৌরাষ্ট্রের ব্যাটসম্যানকে খেলানো নিয়ে অনেকেই নানারকম যুক্তি দিচ্ছেন।
আরও পড়ুন - গলফ খেলতে গিয়ে চোটের হাত থেকে বাঁচলেন অ্যান্ডারসন
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পূজারা অনেক দিন ধরে ইংল্যান্ডে কাউন্টি খেলছেন, তাই ওকে সুযোগ দেওয়া উচিত। আবার অনেকে বলছেন, ইংল্যান্ডের সিমিং উইকেটে দরকার পারফেক্ট টেকনিকের। আর তাই লর্ডসে পূজারাকে বসিয়ে রাখলে ভুল হবে। তবে বীরেন্দ্র সেওয়াগ ওসব ক্রিকেটিয় যুক্তি না দেখিয়ে লর্ডসের নামের মানে সরলভাবে ভেঙে বলছেন, " ইংল্যান্ড সম্ভবত পোপকে খেলাবে। আমাদের উচিত পূজারাকে খেলানো। যতই হোক জায়গাটার নাম লর্ডস(লর্ডস মানে ভগবানের জায়গা)।" মিলিয়ে কথা বলতে তিনি বেশ পটু। আর বীরুর মতো মজার টুইট করতে খুব কমই দেখা যায়।
Pope likely to play for England,
Should India play Pujara in the second test. ?
After all it’s Lords— Virender Sehwag (@virendersehwag) August 6, 2018
ইংল্যান্ড পোপকে খেলাবে মানে সেওয়াগ বলতে চেয়েছেন, মালানের পরিবর্তে সারের ব্যাটসম্যান ওলি পোপকে লর্ডস টেস্টের জন্য দলে নিয়েছে। সম্ভবত তাঁকে খেলাবেও ইংল্যান্ড। এদিকে বিরাট বাদে ভারতীয় ব্যাটিংয়ের যা অবস্থা তাতে পূজারাকে অবিলম্বে টেস্ট দলে প্রথম একাদশে খেলানোর জন্য পরোক্ষভাবে সওয়াল করেছেন বীরু।