কিউয়িদের উড়িয়ে নেহরাকে বিদায়ী উপহার দিলেন কোহলিরা

Updated By: Nov 2, 2017, 12:04 AM IST
কিউয়িদের উড়িয়ে নেহরাকে বিদায়ী উপহার দিলেন কোহলিরা

নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডকে অনায়াসে হারিয়ে আশিস নেহরাকে বিদায়ী উপহার দিলেন বিরাট কোহলিরা। বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারাল ভারত। এই প্রথম টিটোয়েন্টিতে কিউয়িদের বধ করলেন বিরাটরা। 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এর আগে একটাও টিটোয়েন্টি ম্যাচে জিততে পারেনি ভারত। এদিন আশিস নেহরার বিদায়ী ম্যাচে তাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নেমেছিলেন কোহলিরা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউ জিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। শুরুতেই ঝড় তোলেন ভারতীয়রা। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ব্যাটিং ধামাকায় প্রথম উইকেটে ওঠে দেড়শো রান। ব্যক্তিগত ৮০ (৫২) রানে ধাওয়ান প্যাভিলিয়নে ফিরলেও হিটম্যান রোহিতের দাপট চলে শেষ ওভার পর্যন্ত। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহলি। রোহিত আউট হন ৮০ (৫৪) রানে। কোহলি অপরাজিত থাকেন ২৬ (১১) রানে। ৩ উইকেটে ওঠে ২০২ রান। 

টিটোয়েন্টিতে দুশো রান তাড়া করা তেমন ব্যাপার নয়। তবে নিউ জিল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ওদিকে আস্কিং রেট ক্রমশ বাড়তে থাকায় চাপে পড়ে যান কিউয়ি ব্যাটম্যানরা। শেষপর্যন্ত ২০ ওভারে নিউ জিল্যান্ড তোলে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান। অনায়াসেই ৫৩ রানে জিতল বিরাটের টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বিদায় জানাল অন্যতম সেরা ফাস্ট বোলার আশিস নেহরাকে। 

আরও পড়ুন, ক্যাচ মিসে ধোনিকে ধমকেছিলেন নেহরা!

 

 

.