স্টেইন-রাবাড়ার সামনে দাঁড়াতেই পারল না ভারতের 'বিশ্ব সেরা' ব্যাটিং
২০৯ রানে অলআউট টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ড্য করলেন ৯৩।
ওয়েব ডেস্ক: প্রশ্নপত্র শক্ত হতেই ফেল করে গেল ভারতীয় ব্যাটিং লাইন আপ। শনিবার কেপটাউনে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজনের কিছুক্ষণ পরেই অলআউট বিরাট কোহলিরা। ২০৯ রান ভারতকে থামিয়ে দিলেন ডেইল স্টেইনরা।
দক্ষিণ আফ্রিকা ২৮৬ রানে বেঁধে রাখার পর ফায়দা তুলতে পারল না ভারত। ২০৯ রানেই শেষ হল বিরাটদের প্রথম ইনিংস। তাও হার্দিক পাণ্ড্য না থাকলে এই রানটাও উঠত না। কাসিগো রাবাড়ার বলে আউট হলে হার্দিক। ৯৩ রান করেন তিনি। চেতেশ্বর পূজারা করেন ২৬। ভুবনেশ্বর কুমার ২৫ রান। ভুবনেশ্বর ও হার্দিকের জুটি না হলে স্কোর দুশো পার হত না। অথচ দক্ষিণ আফ্রিকাকে ৩০০ রানের মধ্যে বেঁধে রাখার পর লিড নেওয়ার সুযোগ ছিল ভারতের।
আরও পড়ুন- বোলারদের ত্রাস সনত্ জয়সূর্য এখন হাঁটতেও অক্ষম
Innings Break! India all out for 209, South Africa (286) lead by 77 runs #SAvIND #FreedomSeries pic.twitter.com/KJMM8PjnEp
— BCCI (@BCCI) January 6, 2018
69.1: WICKET! H Pandya (93) is out, c Quinton de Kock b Kagiso Rabada, 199/9
— BCCI (@BCCI) January 6, 2018
একদিনের ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি করা রোহিত শর্মাকে এদিন ফাস্ট বোলিংয়ের সামনে বেশ নড়বড়ে লেগেছে। মাত্র ১১ রান করেন তিনি। গতকালই ৩ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছিলেন। তার মধ্যে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার অভ্যাস ছাড়তে পারেননি বিরাট। প্রথম টেস্টে আপাতত এগিয়ে ফ্যাফ ডুপ্লেসিরা।