দক্ষিণ আফ্রিকায় বিরাটের মস্তানি, সিরিজে ৩-০ এগিয়ে গেল ভারত

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। 

Updated By: Feb 8, 2018, 12:10 AM IST
দক্ষিণ আফ্রিকায় বিরাটের মস্তানি, সিরিজে ৩-০ এগিয়ে গেল ভারত

নিজস্ব প্রতিবেদন: আবারও দুই ভারতীয় রিস্ট স্পিনারের সামনে দিশেহারা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। চহল-কুলদীপ আসতেই রীতিমতো ঠকঠকানি শুরু করছে প্রোটিয়াবাহিনী। তৃতীয় একদিনের ম্যাচে ৮টি উইকেটই তুললেন তাঁরা। ১২৪ রানে জিতল টিম ইন্ডিয়া। ৬ ম্যাচের সিরিজে ৩-০-তে এগিয়ে গেল বিরাটবাহিনী। ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি। ১৬০ রান করার পর ভারত অধিনায়ক ছাড়া আর কাউকে ভাবা সম্ভবও ছিল না।  

কোহলির 'বিরাট' শতরানের সৌজন্যে প্রোটিয়াবাহিনীকে ৩০৪ রানের লক্ষ্য দেয় ভারত। এই ধরনের পিচে যা বেশ কঠিন টার্গেট। তার উপরে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান হাসিম আমলাকে শুরুতেই তুলে নেন জসপ্রীত বুমরা। তখনই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল।তাও দলের হাল ধরেছিলেন দুমিনি ও মার্করাম। তবে গত ম্যাচের মতই বল করতে এসে প্রথম ওভারেই মার্করামকে তুলে নেন কুলদীপ যাদব। একা দুমিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি প্যাভিলিয়নে ফিরতেই বাড়তে থাকে আস্কিং রেট। সেই চাপের মুখে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৪টি করে উইকেট নিলেন যুজবেন্দ্র-কুলদীপ।  

এদিন টসে জেতার পর ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মার্করাম।ফের ঝলসে ওঠেন 'দ্য রান মেশিন' বিরাট কোহলি। প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও এল শতরান। ৩৪তম সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ১৬০ রানের ঝকঝকে ইনিংস। অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় পার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।   

আরও পড়ুন- ওভালে গেম ওভার ভারতের

.