India vs Sri Lanka,1st T20I Match: কখন কোথায় কীভাবে দেখবেন ম্যাচ? জানুন সবিস্তারে

ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের শুভারম্ভ হচ্ছে বৃহস্পতিবার

Updated By: Feb 24, 2022, 10:33 AM IST
India vs Sri Lanka,1st T20I Match: কখন কোথায় কীভাবে দেখবেন ম্যাচ? জানুন সবিস্তারে
ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka, 1st T20I)। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও দাসুন শানাকারা (Dasun Shanaka)। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে লখনউয়ে। সিরিদজের তৃতীয় তথা শেষ ম্যাচ হবে ধরমশালায়। এই প্রতিবেদনে রইল কখন কোথায় কীভাবে দেখবেন ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্য়াচ (IND vs SL, 1st T20I Match) 

When will the 1st T20I match India (IND) vs Sri Lanka (SL) be played?
কবে হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ?
২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ।

Where will the 1st T20I match India (IND) vs Sri Lanka (SL) be played?
ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ হবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।

What time will the 1st T20I match India (IND) vs Sri Lanka (SL) begin?
কখন শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ?
সন্ধ্যা ৭টার সময় শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ। টস হবে প্রথামাফিক ৩০ মিনিট আগে।

Which TV channels will broadcast India (IND) vs Sri Lanka (SL) match?
টিভিতে কোন চ্যানেলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্য়াচ দেখাবে?
টিভি-তে Star Sports নেটওয়ার্কের Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD সরাসরি সম্প্রচার করবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্য়াচ।

How to watch India (IND) vs Sri Lanka (SL) match online?
অনলাইনে কোথায় দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ
অনলাইনে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচ দেখা যাবে Disney + Hotstar অ্য়াপে।

আরও পড়ুন: India vs Sri Lanka, Rohit Sharma: নিজামের শহরে রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে

আরও পড়ুনRohit Sharma: এক বা দুই নয়! রোহিত জানালেন দেশের তিন ভাবী অধিনায়কের নাম

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.