প্রিভিউ: ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে রবিবার মুখোমুখি ভারত - শ্রীলঙ্কা

Updated By: Aug 19, 2017, 06:20 PM IST
প্রিভিউ: ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে রবিবার মুখোমুখি ভারত - শ্রীলঙ্কা

ওয়েব ডেস্ক: আসন্ন একদিনের বিশ্বকাপের টিম কম্বিনেশনের কাজ ডাম্বুলা থেকেই শুরু করে দিতে চান বিরাট কোহলিরা। আর তার লক্ষ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে নামছে ভারত। এই সিরিজে দল নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পথেও হাঁটতে চলেছে বিরাটরা। ওপেনিং পজিশনে রোহিত-ধাওয়ান জুটিকে রেখেই এগোতে চাইছেন কোচ রবি শাস্ত্রী। সেকারনে প্রথম ম্যাচে চার নম্বর পজিশনে লোকেশ রাহুলকে দেখে নিতে চায় থিঙ্ক ট্যাঙ্ক।

ভারতীয় দলের এক সদস্যের কথায়  ইংল্যান্ডের বিরুদ্ধে গত একদিনের সিরিজে রাহুল ওপেন করলেও তেমন রান পাননি। কিন্তু এই মুহূর্তে তিনি বেশ ছন্দে। তাই দল তাকে চার নম্বরেই ব্যবহার করতে চাইছে। সেক্ষেত্রে দলের বাইরে থাকতে হতে পারে অজিঙ্কা রাহানেকে। তিন নম্বরে কোহলি ও পাঁচে থাকছেন ধোনি। ছয়ে মণীশ পান্ডে অথবা কেদার যাদব। আর সাতে নামবেন হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে দারুন ছন্দে হার্দিক । চার বোলার হতে পারেন ভুবনেশ্বর কুমার,যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল অথবা ‌যুঝবেন্দ্র চাহাল।

তবে ডাম্বুলা বরাবরই মেইন ইন ব্লু-র কাছে পয়মন্ত মাঠ নয়। কিন্তু সেই পরিসংখ্যান এবার বদলে দিতে মরিয়া কোহলি ব্রিগেড।
                                                  

.