বিরাটের ডবল, লারাকে পিছনে ফেলে দিলেন অধিনায়ক কোহলি

আরও একটা ডবল সেঞ্চুরি কোহলির। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দ্বিশতরান হাঁকালেন ভারত অধিনায়ক।  

Updated By: Dec 3, 2017, 11:18 AM IST
বিরাটের ডবল, লারাকে পিছনে ফেলে দিলেন অধিনায়ক কোহলি

নিজস্ব প্রতিবেদন: গত রবিবারে নাগপুরের রিপ্লে আজ কোটলায়।  রবিবাসরীয় সকালে আরও একট ডবল সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরান করলেন কোহলি। ছুঁলেন ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতরানকারী দুই ভারতীয় কিংবদন্তীকে। সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের ৬টি করে ডবল হ্রান্ডেড ছিল। সেই রেকর্ড ধরে ফেললেন কোহলি। 

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক ডবল সেঞ্চুরি ব্রায়ান লারার। ৫টি দ্বিশতরান রয়েছেন ক্যারিবিয়ান বাঁহাতির ঝুলিতে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গ়ডলেন বিরাট কোহলি। টেস্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক ডবল সেঞ্চুরির রেকর্ড পকেটে পুরে ফেললেন কিং কোহলি। শুধু তাই নয়, এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ান ডে, টেস্ট ও টি-২০) সবচেয়ে বেশি রান করায় তৃতীয়স্থানে বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৪৬টি ইনিংসে বিরাটের রান ২৭৩২, গড় ৭০.০৫। প্রথমস্থানে রয়েছেন কুমার সঙ্গাকারা। তাঁর রান ২৮৬৮। 

আরও পড়ুন- আরও একটা শতরান, পর পর রেকর্ড ভাঙলেন কিং কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে, শনিবার প্রায় সারাদিন চেষ্টা করেও কোহলিকে বিব্রত করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা।  ওয়ান ডে-র ব্যাটিং করেছেন ক্যাপ্টেন কোহলি। বিরাটের আক্রমণাত্মক ব্যাটিং সত্ত্বেও ফায়দা তুলতে পারেননি চান্দিমলরা। মাত্র ২৩৮ বল খেলে ডবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। রয়েছে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর সূবর্ণ সুযোগ। পারবেন কি বিরাট?  

আরও পড়ুন- ব্র্যাডম্যান, গাভাসকার, সচিন, সৌরভ থেকে পন্টিং- কারও রেকর্ড আস্ত থাকল না

 

 

.