সিরিজ পকেটে, শীর্ষে ওঠার লক্ষ্যে লঙ্কা বধে আজ ইডেনে নামছে বিরাট বাহিনী

আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি ভারতের সামনে। বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দঃ আফ্রিকা,অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার উপরে চলে আসবেন কোহলিরা। সিরিজ জয় নিশ্চিত করার পর ইডেনে নামার আগেই এটাই তাতাচ্ছে টিম ইন্ডিয়াকে।

Updated By: Nov 13, 2014, 10:29 AM IST
সিরিজ পকেটে, শীর্ষে ওঠার লক্ষ্যে লঙ্কা বধে আজ ইডেনে নামছে বিরাট বাহিনী

কলকাতা: আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি ভারতের সামনে। বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দঃ আফ্রিকা,অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার উপরে চলে আসবেন কোহলিরা। সিরিজ জয় নিশ্চিত করার পর ইডেনে নামার আগেই এটাই তাতাচ্ছে টিম ইন্ডিয়াকে।

সিরিজ পকেটে। কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লক্ষ্য কি হোয়াইটওয়াশ? একেবারেই না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতের স্টপগ্যাপ অধিনায়ক জানিয়েছেন বাইশ গজে জয়কে অভ্যাসে পরিণত করতে হবে। যাতে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তাই সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন কোহলিরা।

বুধবার ইডেন ম্যাচে ওপেনার হিসাবে কামব্যাক করতে চলেছেন রোহিত শর্মা। উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলে ঢুকবেন রবিন উথাপ্পা। দুহাজার পনেরো বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালি করে তুলতে চাইছে ভারতীয় দল।বুধবার ইডেন ম্যাচের পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। বাউন্স থাকলেও বোলারদের থেকেও ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবেন বলে মনে করছে দুদলই।

কলকাতা: আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি ভারতের সামনে। বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দঃ আফ্রিকা,অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার উপরে চলে আসবেন কোহলিরা। সিরিজ জয় নিশ্চিত করার পর ইডেনে নামার আগেই এটাই তাতাচ্ছে টিম ইন্ডিয়াকে।

সিরিজ পকেটে। কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লক্ষ্য কি হোয়াইটওয়াশ? একেবারেই না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতের স্টপগ্যাপ অধিনায়ক জানিয়েছেন বাইশ গজে জয়কে অভ্যাসে পরিণত করতে হবে। যাতে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তাই সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন কোহলিরা।

বুধবার ইডেন ম্যাচে ওপেনার হিসাবে কামব্যাক করতে চলেছেন রোহিত শর্মা। উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলে ঢুকবেন রবিন উথাপ্পা। দুহাজার পনেরো বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালি করে তুলতে চাইছে ভারতীয় দল।বুধবার ইডেন ম্যাচের পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। বাউন্স থাকলেও বোলারদের থেকেও ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবেন বলে মনে করছে দুদলই।

 

.