২০১৬ থেকে টানা টি-২০ সিরিজ জয়, অপ্রতিরোধ্য ভারতের সামনে কুপোকাত উইন্ডিজ

টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে ৭১ রানে হারাল ভারত। 

Updated By: Nov 6, 2018, 10:37 PM IST
২০১৬ থেকে টানা টি-২০ সিরিজ জয়, অপ্রতিরোধ্য ভারতের সামনে কুপোকাত উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদন: টেস্ট, একদিনের ক্রিকেটের পর উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজও পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে ৭১ রানে জিতল রোহিতবাহিনী। ১৯৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে মাত্র ১২৪ রানই তুলতে পারলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। 

এদিন টিটোয়েন্টিতে নিজের চতুর্থ সেঞ্চুরি করেন রোহিত শর্মা। মাত্র ৬১ বলে ১১১ রান করেন রোহিত। তাঁর ব্যাট থেকে এল ৭টি ছক্কা। আর এক উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধবন করলেন ১১১ রান। তাঁর ব্যাট থেকে এল ৭টি ছক্কা। শিখরের উইকেট পতনের পর দ্রুত রান তুলতে নামানো হয় ঋষভ পন্থকে। সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন কেএল রাহুল। ১৪ বলে ২৬ তোলেন কর্ণাটকী ডানহানি। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তোলে ১৯৫।  

এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই হারাকারি উইন্ডিজ ব্যাটসম্যানদের। সাই হোপ ও সিমোন হেটময়ারকে ফেরালেন খলিল আহমেদ। এরপর নিয়মিত ব্যবধানে উইন্ডিজের উইকেট পড়তে থাকে। কোনও ব্যাটসম্যানকেই থিতু হওয়ার সুযোগ দেননি ভারতীয় বোলাররা। শুরুতেই পরের পর ধাক্কা খাওয়ায় আর ঘুরে দাঁড়াতে পারেননি উইন্ডিজরা। ভুবনেশ্বর, খলিল, বুমরাহ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নিলেন। 

.