এশিয়ান চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হতে পারে ভারতীয় ক্লাবগুলির

আগামী দুবছরের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার হাতছাড়া করতে চলেছে ভারতীয় ক্লাবগুলো। নিয়মানুযায়ী, ভারতের আই লিগ চ্যাম্পিয়ন দলকে এই টুর্নামেন্টে খেলার কথা। সেইজন্যই আই লিগের ক্লাবগুলিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হত এআইএফএফকে।

Updated By: May 17, 2012, 11:11 PM IST

আগামী দুবছরের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার হাতছাড়া করতে চলেছে ভারতীয় ক্লাবগুলো। নিয়মানুযায়ী, ভারতের আই লিগ চ্যাম্পিয়ন দলকে এই টুর্নামেন্টে খেলার কথা। সেইজন্যই আই লিগের ক্লাবগুলিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হত এআইএফএফকে। সেইসঙ্গেই ক্লাব লাইসেন্সিং ফর্মেও সই করতে হত আই লিগের ক্লাবগুলিকে। ৩১ মে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য কাগজপত্র এএফসিকে পাঠানোর শেষ দিন।
কিন্তু, অন্যান্য কাগজপত্র ফেডারেশনকে পাঠিয়ে দিলেও, আই লিগের ক্লাবগুলি ক্লাব লাইসেন্সিং ফর্মে এখনও সই করেনি। এমনকী, ক্লাবগুলি লাইসেন্স ফর্মে সই করার ব্যাপারে অনড় মনোভাব দেখাচ্ছে। ফলে, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে পরের দুবছরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

.