Indian Football team : বঙ্গব্রিগেডকে ছেঁটে সুনীলকে রেখেই দল গড়লেন স্তিমাচ, কেমন হল টিম ইন্ডিয়া?

Indian Football team : ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করেছেন স্টিমাচ। ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। 

Updated By: Sep 16, 2022, 11:09 PM IST
Indian Football team : বঙ্গব্রিগেডকে ছেঁটে সুনীলকে রেখেই দল গড়লেন স্তিমাচ, কেমন হল টিম ইন্ডিয়া?
সুনীল ছেত্রীকে সামনে রেখে দল গড়লেন ইগর স্তিমাচ। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমতে কমতে একেবারে শূন্য হয়ে গেল। আমরা ভারতীয় ফুটবল দলের (Indian Football team) কথা লিখছি। আগামি ২৪ ও ২৭ নভেম্বর সিঙ্গাপুর (Singapore) এবং ভিয়েতনামের (Vietnam) বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ভারত। সেই ২৪ জনের দলে জায়গা পেলেন না প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বসু (Subasish Bose), প্রনয় হালদাররা (Pronoy Halder)। একটা সময় বাঙালি ফুটবলার ছাড়া ভারতীয় ফুটবল দল ভাবা যেত না। সেই আধিপত্য অনেক বছর আগেই হারিয়েছে বঙ্গব্রিগেড। এ বার সেই সংখ্যাটা শূন্য হয়ে গেল। কারণ আসন্ন বিদেশ সফরের ভারতীয় দলে কোনও বাঙালি ফুটবলারদের জায়গা দিলেন না হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। তবে গোল করার জন্য এখনও স্তিমাচ তাঁর প্রধান অস্ত্র সুনীল ছেত্রীর (Sunil Chhetri) উপরেই ভরসা রাখলেন। 

দল ঘোষণার পর কোচ স্টিমাচ বলেছেন, 'এই পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়ে, সেটা দেখে নেওয়ার একটা বড় সুযোগ পাওয়া গিয়েছে। আমরা আপ্লুত। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর একটা উত্তেজক সফরের দিকে তাকিয়ে রয়েছি।'

আরও পড়ুন: Neeraj Chopra : ডায়মন্ড লিগ জেতার পর কীভাবে সময় কাটাচ্ছেন 'সোনার ছেলে'? ভাইরাল ভিডিয়ো দেখুন

আরও পড়ুন: T20 World Cup 2022 : তারকা ব্যাটারকে 'ব্যাকআপ'-এ রেখে কেমন দল গড়ল এশিয়ার সেরা শ্রীলঙ্কা? জেনে নিন

ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করেছেন স্টিমাচ। ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। যে টিম আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। তবে সেই টিমে নেই বাঙালি ফুটবলাররা। প্রীতম, শুভাশিসদের জায়গা হয়নি। রহিম আলি চোটের কারণে বাদ পড়েছেন। 

ফিফার নির্বাসনের কারণে এক সময় ভিয়েতনাম সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সফর বাতিল হতে বসেছিল। নির্বাসন না উঠলে নিঃসন্দেহে তাই ঘটত। যাই হোক এখন নির্বাসনও নেই। তাই সফর নিয়ে কোনও সমস্যাও নেই। আর সে কারণেই শুক্রবার দল ঘোষণা করা হল। 

ত্রিদেশীয় এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে হুং থিন ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা। অংশগ্রহণকারী হিসাবে ন্যুনতম ১০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ ৯৭ হাজার টাকা) পাবে ভারত। চ্যাম্পিয়ন হলে ৩০ হাজার এবং রানার্স হলে ২০ হাজার ডলার পাবে তারা।

ভারতের ২৪ জনের দল : 

গোলকিপার : গুরপ্রীত সিং সান্ধু, ধীরজ সিং, অমরিন্দর সিং 

ডিফেন্ডার : সন্দেশ ঝিঙ্গান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, হরমনজ্যোৎ সিং খাবরা, নরেন্দ্র গেহলোত, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্তা সিং, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, সাহাল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং 

স্ট্রাইকার : সুনীল ছেত্রী ও ঈশান পন্ডিতা 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.