IPL 2021, KKR vs CSK: বিধ্বংসী Faf du Plessis! করলেন অপরাজিত ৯৫, কলকাতার টার্গেট ২২১

প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ওভারে তুলল তিন উইকেট হারিয়ে ২২০৷

Updated By: Apr 21, 2021, 09:27 PM IST
IPL 2021, KKR vs CSK: বিধ্বংসী Faf du Plessis! করলেন অপরাজিত ৯৫, কলকাতার টার্গেট ২২১

নিজস্ব প্রতিনিধি: ওয়াংখেড়েতে মরসুমের দ্বিতীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ চলছে৷ বুধবার হেভিওয়েট ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)৷ অইন মর্গ্যান (Eoin Morgan) টস জিতে এমএস ধোনিদের (MS Dhoni) ব্যাট করতে পাঠান৷ প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ওভারে তুলল তিন উইকেট হারিয়ে ২২০৷ সৌজন্যে ফাফ দু প্লেসিস (Faf du Plessis) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)৷

ফাফ-গায়কোয়াড়ের ওপেনিং জুটি দুরন্ত মেজাজে শুরুটা করেন৷ ১২.২ ওভার ব্যাট করে তাঁরা সেঞ্চুরি পার্টনারশিপে যোগ করেন ১১৫৷ গায়কোয়াড় ফিরে যান বরুণ চক্রবর্তীর বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে৷ তবে তরুণ ক্রিকেটার এদিন নজরকাড়া ব্যাটিং করেন৷ ৪২ বলে ঝোড়ো ৬৪ রানের ইনিংস সাজান ৬টি চার ও ৪টি ছয়ের সৌজন্যে৷ গায়কোয়াড় ফেরার পর ফাফের সঙ্গী হন মঈন আলি (Moeen Ali)৷ ব্রিটিশ অলরাউন্ডার ১২ বলে ২১ রান করে আউট হয়ে যান তিনি৷ সুনীল নারিনের বলে দীনেশ কার্তিক তাঁকে স্টাম্প করে দেন৷ 

মঈন ফিরতেই চেন্নাই দলে চমক থাকল৷ চারে ব্যাট করতে নেমে পড়লেন স্বয়ং অধিনায়ক ধোনি৷ ব্যাটিং অর্ডারে নিজেকে প্রমোট করলেন ক্যাপ্টেন কুল৷ ফাফের হাত শক্ত করতে আর রানের গতি বাড়াতেই মাঠে নামেন তিনি৷ অনেকদিন পর দেখা মিলল ভিন্টেজ ধোনির৷ ফ্যানেদের মন ভাল করে দিলেন মাহি৷ ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলেলন তিনি৷ ২টি চার ও ১টি ছয় এল তাঁর ব্যাট থেকে৷ ধোনি ফিরতে নামেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ফাফ অপরাজিত থাকলেন ৯৫ রানে৷ পাঁচ রানের জন্য সেঞ্চুরি পেলেন না প্রোটিয়া ব্যাটসম্যান৷ ৬০ বলের আগুনে ইনিংসে ৯টি চার ও ৪টি ছয় মারেন বিধ্বংসী৷ শেষ পর্যন্ত ক্রিজে থেকে চেন্নাইয়ের স্কোরবোর্ডে তুলে দিলেন ২২০ রান৷ নিঃসন্দেহে কলকাতার জন্য বড় রানের টার্গেট৷

কেকেআর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, অন্যদিকে চেন্নাই জয়ের হ্যাটট্রিকের পথে৷ দুই বিশ্বকাপ জয়ী ঠান্ডা মাথার ক্যাপ্টেনর মহাসংগ্রামও এই ম্যাচ৷ একজন প্রাক্তন, অন্যজন বর্তমান৷ ম্যাচটা কেকেআর বনাম সিএসকে যতটা, ঠিক ততটাই ধোনি বনাম মর্গ্যানও৷ এখন দেখার শেষ হাসি কোন ক্যাপ্টেন হাসেন!

.