আইপিএলে ক্রিকেটারদের নিলাম পিছিয়ে গেল বিসিসিআই-এর ডামাডোলে

বিসিসিআই-এর প্রশাসনিক ডামাডোলে ক্ষতি হচ্ছে অনেকদিকেই। যেমন, এবার আইপিএলে ক্রিকেটারদের নিলাম পিছিয়ে গেল। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর প্রশাসকরা আইপিএল নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন কমিটি শনিবারের আইপিএল ক্রিকেটারদের নিলাম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়েছে এমাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে এই নিলাম হবে।

Updated By: Feb 3, 2017, 09:01 AM IST
আইপিএলে ক্রিকেটারদের নিলাম পিছিয়ে গেল বিসিসিআই-এর ডামাডোলে

ওয়েব ডেস্ক: বিসিসিআই-এর প্রশাসনিক ডামাডোলে ক্ষতি হচ্ছে অনেকদিকেই। যেমন, এবার আইপিএলে ক্রিকেটারদের নিলাম পিছিয়ে গেল। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর প্রশাসকরা আইপিএল নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন কমিটি শনিবারের আইপিএল ক্রিকেটারদের নিলাম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়েছে এমাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে এই নিলাম হবে।

আরও পড়ুন আইসিসির টি-টোয়েন্টি সেরা তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট

জানা গেছে সুপ্রিম কোর্ট এই কমিটি গঠন করতে দেরি করায় নিলাম অনুষ্ঠান একটু পিছিয়ে দিতে হয়েছে। এবছর পাঁচই এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়ার কথা। যদিও তার মধ্যেই সবকিছু গুছিয়ে নিতে পারা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন  অবসরের জল্পনা আবারও উড়িয়ে দিলেন লিয়েন্ডার পেজ

.