হতাশ হলেও হাসি মুখেই হার মেনে নিলেন 'বাজিগর'
দলের সমালোচনা নয়। নাইটদের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়াও নয়। ভালবাসা দিয়েই দলকে কাছে টেনে নিয়েছেন বাদশা।
নিজস্ব প্রতিবেদন : কলকাতা আইপিএলের ফাইনালে উঠলে সব কাজ ফেলে ২৭ মে ওয়াংখেড়েতে ছুটে আসবেন তিনি, এমন কথাই দিয়েছিলেন কিং খান। কিন্তু কিং খানকে আর কথা রাখতে হবে না। বদলে বিমানের টিকিট বাতিল করতে হবে কলকাতার কর্ণধার শাহরুখ খানকে।
আরও পড়ুন- নন্দন কাননে আফগান কাব্য লিখে বিস্ফোরণে নিহতদের পুরস্কার উত্সর্গ রশিদ খানের
শুক্রবার ঘরের মাঠে ইডেনে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ১৪ রানে হেরেছে কলকাতা। ফাইনালে উঠতে পারেনি দীনেশ কার্তিকের দল। কিন্তু এবারের আইপিএলের দলের পারফরম্যান্সে খুশি শাহরুখ। লিগ পর্বের শেষে তিন নম্বরে শেষ করে কলকাতা। এরপর এলিমিনেটরে রাজস্থানকে হারায় রাসেল-নারিনরা। কিন্তু কোয়ালিফায়ারে হারায় কিছুটা হতাশ হলেও হাসি মুখেই দলের হারটা মেনে নিচ্ছেন বাজিগর।
আরও পড়ুন- ম্যাচ ফিক্সড! চাঞ্চল্যকর তথ্যচিত্রে ফের উঠে এল ক্রিকেটের কালো দিক
দলের সমালোচনা নয়। নাইটদের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়াও নয়। ভালবাসা দিয়েই দলকে কাছে টেনে নিয়েছেন বাদশা। টুইট করে শাহরুখ লিখেছেন, " আমার ফ্লাইট বাতিল করতে হবে। কিন্তু কেকেআর ভালো খেলেছ। প্রত্যেকেই তোমরা ভালো খেলেছ। তোমরা নিজেরাই নিজেদের গর্বিত করেছ। সকলকে আমার ভালোবাসা জানাই। এবং অবশ্যই আমি হাসছি। অনেক গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং সব বিনোদনের জন্য ধন্যবাদ। আমরা দুর্দান্ত একটি দল।"
Well was not to be. Will have to cancel my flight but KKR well done. U did yourself proud. All of u so so well done. Love you & yes I am smiling. Thks for the entertainment & so many moments of glory. V r an awesome team! pic.twitter.com/BtGDrikag5
— Shah Rukh Khan (@iamsrk) May 25, 2018