IPL 2023: ফাইনালের টিকিটের জন্য চরম হাঙ্গামা, পুলিসের লাঠির আঘাতে পদপিষ্ট অগনিত মানুষ

ফাইনালের টিকিট নিয়ে যেভাবে হাঙ্গামা হয়েছে, সেই নিয়ে আতঙ্কিত সকলেই। ফাইনালের টিকিট কিনতে স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। স্টেডিয়ামের কাউন্টার থেকে ছাপা টিকিট সংগ্রহ করতে এসেছিলেন কয়েক হাজার ক্রিকেটপ্রেমী। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 26, 2023, 07:11 PM IST
IPL 2023: ফাইনালের টিকিটের জন্য চরম হাঙ্গামা, পুলিসের লাঠির আঘাতে পদপিষ্ট অগনিত মানুষ
আইপিএল-এর ফাইনালের আগে রণক্ষেত্র আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ( Narendra Modi Stadium) আয়োজিত হবে আইপিএল-এর (IPL 2023) ফাইনাল। ইতমধ্যেই মেগা ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সেই ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। 

কিন্তু ফাইনালের টিকিট নিয়ে যেভাবে হাঙ্গামা হয়েছে, সেই নিয়ে আতঙ্কিত সকলেই। ফাইনালের টিকিট কিনতে স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। স্টেডিয়ামের কাউন্টার থেকে ছাপা টিকিট সংগ্রহ করতে এসেছিলেন কয়েক হাজার ক্রিকেটপ্রেমী। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের ছাপা টিকিট নিতে হচ্ছে। কাউন্টার খোলার অনেক আগে থেকে বহু মানুষ রোদের মধ্যে স্টেডিয়ামের সামনে অপেক্ষা করছিলেন। তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা ছিল কম। 

কাউন্টার খুলতেই আগে টিকিট সংগ্রহ করার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে কয়েক জন পড়ে যান। তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। কয়েক জন অল্প আহত হলেও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় লাগেনি। 

আরও পড়ুন: Shubman Gill And Sara Ali Khan: সারা আলি খানকে 'আনফলো' করে কি আর এক সারাকে নিয়ে পড়লেন শুভমন?

আরও পড়ুন: Virat Kohli, WTC Final 2023: প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার মহড়া নেওয়ার জন্য অনুষ্কার সঙ্গে লন্ডনে বিরাট

একসঙ্গে এত মানুষ টিকিট নিতে আসবেন, আশা করেননি গুজরাত ক্রিকেট সংস্থার কর্তারা। তাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেননি তাঁরা। ফাইনালের টিকিট বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমদাবাদের ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁদের অভিযোগ, যে অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে টিকিট পাওয়া যাচ্ছে না। বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিট পরেই দেখানো হচ্ছে সব টিকিট শেষ। চাইলেও আর টিকিট কাটার সুযোগ থাকছে না।

কাতারে কাতারে মানুষ কাউন্টারে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকেই এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। কিছু ক্ষেত্রে পদপিষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। কাউন্টারের সংখ্যা বাড়ানো নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষকে বলা হলেও তারা সেটি করেনি বলে আরও বিতর্ক তৈরি হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.