IPL 2023 Awards List: চার পুরস্কারে শুভমনের ধনবর্ষা, কত টাকা জিতলেন ধোনি-হার্দিকরা? সেরা মাঠ ইডেন

IPL Awards 2023 List: Complete List Of Winners: আইপিএল সিক্সটিনে শুধুই সর্বাধিক রানশিকারি হননি শুভমন গিল। আরও তিনটি ক্যাটেগরিতে পুরস্কার জিতেছেন তিনি। ফাইনালের পর শুভমনের ঝুলিতে এসেছে লক্ষ-লক্ষ টাকা। এবার দেখে নিন কে কোন বিভাগে কী পুরস্কার পেলেন!  

Updated By: May 30, 2023, 03:48 PM IST
IPL 2023 Awards List: চার পুরস্কারে শুভমনের ধনবর্ষা, কত টাকা জিতলেন ধোনি-হার্দিকরা? সেরা মাঠ ইডেন
শুভমনের দাপট আইপিএলের পুরস্কার মঞ্চে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্সকে (GT vs CSK, IPL Final 2023) ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ীর কাছেই হার্দিকের ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে। আর আইপিএল সিক্সটিনে দাপট দেখিয়ে চারটি ক্যাটেগরিতে পুরস্কার জিতেছেন শুভমন। শুভমনের ধনবর্ষা হয়েছে। একক দক্ষতায় সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন শুভমন। এই প্রতিবেদনে দেখে নিন কত টাকা জিতলেন ধোনি-হার্দিকরা?

দেখে নিন পুরস্কারের তালিকা:

জয়ী চেন্নাই সুপার কিংস (২০ কোটি টাকা)
রানার্স-আপ গুজরাত টাইটান্স (১২.৫ কোটি টাকা)
তৃতীয় স্থানাধিকারী- মুম্বই ইন্ডিয়ান্স (৭ কোটি টাকা)
চতুর্থ  স্থানাধিকারী- লখনউ সুপার জায়েন্টস (৬.৫ কোটি টাকা)
মরসুমের সেরা ভেন্যু (পিচ ও মাঠ)- ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়াম (৫০ লক্ষ টাকা করে)
আইপিএল ফেয়ার প্লে- দিল্লি ক্যাপিটালস (১০ লক্ষ টাকা)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান শিকারি)- শুভমন গিল (৮৯০ রান) (১০ লক্ষ টাকা)
গেম চেঞ্জার অফ টুর্নামেন্ট- শুভমন গিল (১০ লক্ষ টাকা)
সবচেয়ে বেশি চার- শুভমন গিল (১০ লক্ষ টাকা)
মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য সিজন শুভমন গিল (১০ লক্ষ টাকা)
পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেটশিকারি)- মহম্মদ শামি (২৮ উইকেট) (১০ লক্ষ টাকা)
সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট- গ্লেন ম্যাক্সওয়েল (১০ লক্ষ টাকা)
সবচেয়ে লম্বা ছক্কা- ফাফ ডু প্লেসিস (১১৫ মিটার) 
টুর্নামেন্টের সেরা ক্যাচ-রশিদ খান (১০ লক্ষ টাকা)
মরসুমের উঠতি তারকা-যশস্বী জয়সওয়াল (১০ লক্ষ টাকা)

আরও পড়ুন: MS Dhoni: 'ভালো মানুষের সঙ্গে ভালো জিনিসই হয়', হেরেও হৃদয়ে হার্দিক! ধোনিকে কুর্নিশ জিটি-র

পঞ্চমবারের জন্য সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করিয়ে ধোনি ফের বিরাট বার্তা দিয়েছেন। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী আবারও বুঝিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব যদি ব্র্যান্ড হয়। তাহলে তিনিই তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধোনি এমন একজন অধিনায়ক যিনি ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই তাঁর মাথায় ছকে ফেলা পরিকল্পনাগুলি এ, বি, সি করে কাজে লাগাবেনই, লাগাবেন। ঠিক সেই কারণে মাহির মাস্টারমাইন্ড অন্য গ্রহের। ফের মাহিবন্দনায় মুখর সকলেই। ফাইনালের আগে ধোনি ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, ধোনির কি এটাই শেষ আইপিএল নাকি, তিনি আগামী বছরও খেলবেন। ধোনির অবসরের ইস্যুতে আসমুদ্র হিমাচল চর্চা করেছে। ফাইনালের পর ধোনি জানিয়ে দিলেন যে, তিনি কী করতে চলেছেন। ধোনি সাফ বলে দিয়েছেন শরীর সায় দিলে আগামী মরসুমে তিনি মাঠে নামবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.