IPL 2023: 'সাত-আটজন নিয়মিত পারফর্ম করছে,' এই দলই চ্যাম্পিয়ন! বিরাট ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

Ravi Shastri Picks This Team As Favourites To Win IPL 2023 Title: ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিলেন যে, আইপিএল চ্যাম্পিয়ন হবে এই দলই। তাঁর বিচারে এরকম ধারাবাহিক দল আরেকটিও নেই আইপিএলে। কোন অধিনায়ককে বাছলেন শাস্ত্রী!  

Updated By: May 5, 2023, 04:38 PM IST
IPL 2023: 'সাত-আটজন নিয়মিত পারফর্ম করছে,' এই দলই চ্যাম্পিয়ন! বিরাট ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
শাস্ত্রী জানিয়ে দিলেন কোন দল এবার চ্যাম্পিয়ন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রানার্স রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) মাঠে নামছে। শুক্রবার রাজস্থানের ঘরের মাঠে খেলা। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) বনাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই মুহূর্তে গুজরাত টেবল টপার। ৯ ম্যাচে ১২ পয়েন্ট হার্দিকদের ঝুলিতে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সঞ্জুরা রয়েছেন লিগ তালিকায় চারে। খেলা শুরুর আগে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) জানালেন যে, কোন টিমের হাতে তিনি এবার আইপিএল দেখছেন।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন, 'সাম্প্রতিক ফর্ম ও দলের স্ট্যান্ডিং দেখে মনে হচ্ছে গুজরাতই ট্রফি হাতে তুলবে। দলটার মধ্যে ধারাবাহিকতার সঙ্গেই রয়েছে ফ্লেক্সিবিলিটি। সাত-আটজন নিয়মিত পারফর্ম করছে। গুজরাত দলের প্লেয়াররা একে অপরের পরিপূরক।' সঞ্জুরও ভূয়সী প্রশংসা করেছেন হার্দিকদের প্রাক্তন কোচ। শাস্ত্রীর সংযোজন, 'সঞ্জু স্যামসন অধিনায়ক হিসেবে পরিণত হয়েছে। ও দলের স্পিনারদের খুব ভালো ব্যবহার করছে। একমাত্র একজন ভালো অধিনায়কই তিন স্পিনারকে স্মার্ট ভাবে ব্যবহার করতে পারে।' গতবার আইপিএল অভিষেকেই চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক অ্যান্ড কোং। এবারও এই দলের হাতে ট্রফি উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুনVirat Kohli: জরিমানা ১.০৭ কোটি! কোহলিকে দিতে হবে না একটি টাকাও, দিচ্ছে কে?

এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্যায়ে ৭০টি ম্যাচ (এর মধ্যে রয়েছে ১৮টি ডাবল হেডার, অর্থাৎ একদিনে জোড়া ম্যাচ) হবে দেশের ১২টি শহরে। রয়েছে আহমেদাবাদ , মোহালি , লখনউ , হায়দরাবাদ , বেঙ্গালুরু, চেন্নাই , নয়াদিল্লি, কলকাতা , জয়পুর , মুম্বই, গুয়াহাটি ও ধরমশালায় । এবার গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স , রাজস্থান রয়্যালস , কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপারজায়ান্টস । গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ,রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। ২৮ মে হবে আইপিএল ফাইনাল। ২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব  বিত্রি হয়েছে রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা লক্ষ্মীলাভ হল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.