চ্যালেঞ্জার ট্রফিতে ভাল খেলার লক্ষ্যে শুক্রবার কলকাতা ছাড়ছে ইশান

রঞ্জি ট্রফিতে সুযোগ পাওয়াই ছিল প্রথম লক্ষ্য। আর তা পেয়েই নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। এবার লক্ষ্য ভারতীয় দলে সুযোগ। সেই সুযোগকে বাস্তবে রূপায়িত করতে এবার চ্যালেঞ্জার ট্রফিতে পারফর্ম করে দেখাতে মরিয়া বাংলার পেসার ইশান পোড়েল। দলে সুযোগ পেয়েছে সে। তাই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খেলতে পারছে না ইশান। আক্ষেপ থাকলেও বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা পাওয়াই এখন একমাত্র টার্গেট তার। তাই চ্যালেঞ্জার ট্রফিতে নিজের সেরাটা দিতে মরিয়া এই পেশার।

Updated By: Nov 23, 2017, 11:08 PM IST
চ্যালেঞ্জার ট্রফিতে ভাল খেলার লক্ষ্যে শুক্রবার কলকাতা ছাড়ছে ইশান
ছবি সৌজন্য : টুইটার

নিজস্ব প্রতিবেদন : রঞ্জি ট্রফিতে সুযোগ পাওয়াই ছিল প্রথম লক্ষ্য। আর তা পেয়েই নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। এবার লক্ষ্য ভারতীয় দলে সুযোগ। সেই সুযোগকে বাস্তবে রূপায়িত করতে এবার চ্যালেঞ্জার ট্রফিতে পারফর্ম করে দেখাতে মরিয়া বাংলার পেসার ইশান পোড়েল। দলে সুযোগ পেয়েছে সে। তাই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খেলতে পারছে না ইশান। আক্ষেপ থাকলেও বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা পাওয়াই এখন একমাত্র টার্গেট তার। তাই চ্যালেঞ্জার ট্রফিতে নিজের সেরাটা দিতে মরিয়া এই পেশার।

আরও পড়ুন- ইডেনে দুর্বল গোয়ার বিরুদ্ধে নামার আগে খুবই সতর্ক মনোজের দল

শুক্রবারই চ্যালেঞ্জার ট্রফি খেলতে কলকাতা ছাড়ছেন ইশান। নতুন লক্ষ্য তাই শুরু থেকেই কনফিডেন্ট বাংলার এই তরুন তুর্কি।

 

.