কপিল দেবের থেকে সুইং শিখতে চান ইশান
সতীর্থ শিভম মাভি ও নাগরকোটি তারই শহর কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। চোটের কারণে খেলতে পারেননি ইশান। সেই আক্ষেপ ভুলে রঞ্জি ট্রফিকেই পাখির চোখ করছেন এই বঙ্গ পেসার। চন্দননগরের ইশানের লক্ষ্য এবার সিনিয়র ভারতীয় দল।
![কপিল দেবের থেকে সুইং শিখতে চান ইশান কপিল দেবের থেকে সুইং শিখতে চান ইশান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/29/122332-ishan-porel.jpg)
নিজস্ব প্রতিবেদন: নিজের বোলিংয়ে সুইংয়ের ধার বাড়াতে এবার কপিল দেবের সাহায্য চাইলেন ইশান পোড়েল। বাংলার এই পেসার সরাসরি কপিল দেবের কাছে গিয়ে তার পরামর্শ নিতে চান।
আরও পড়ুন- প্রতি উইকেটে ৩০ লাখ!
অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের তিন প্রধান পেসারের মধ্যে অন্যতম এই ইশান পোড়েল। তার সতীর্থ শিভম মাভি ও নাগরকোটি তারই শহর কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। চোটের কারণে খেলতে পারেননি ইশান। সেই আক্ষেপ ভুলে রঞ্জি ট্রফিকেই পাখির চোখ করছেন এই বঙ্গ পেসার। চন্দননগরের ইশানের লক্ষ্য এবার সিনিয়র ভারতীয় দল।
আরও পড়ুন- আফগানিস্তানে তাঁর থেকেও জনপ্রিয় ব্যক্তি আছেন একজন, স্বীকার করলেন রশিদ খান