ISL 2020-21: দুর্গরক্ষা অরিন্দমের, চেন্নাইয়ন এফসি-র সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ATK Mohun Bagan

চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) সঙ্গে ড্র করেই বছর শেষ করল সবুজ-মেরুন ব্রিগেড। এই ড্রয়ের সুবাদে অবশ্য লিগ টেবিলের শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 29, 2020, 09:48 PM IST
ISL 2020-21: দুর্গরক্ষা অরিন্দমের, চেন্নাইয়ন এফসি-র সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ATK Mohun Bagan
ছবি সৌজন্যে: ISL

নিজস্ব প্রতিবেদন:  এফসি গোয়া (FC Goa),বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে জয়ের পর মঙ্গলবার চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে জিততে পারল না অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোল শূন্য ড্র । চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) সঙ্গে ড্র করেই বছর শেষ করল সবুজ-মেরুন ব্রিগেড। এই ড্রয়ের সুবাদে অবশ্য লিগ টেবিলের শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে (GMC Stadium Bambolim) মঙ্গলবার সেয়ানে-সেয়ানে লড়াই চলল। বার বার এটিকে মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রাখল চেন্নাইয়ন এফসি (Chennaiyin FC)। সবুজ-মেরুন গোলের নিচে এদিন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharja)। বেশ কয়েকটি দুরন্ত সেভ করে এটিকে মোহনবাগানের পরিত্রাতা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharja)।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) ৮ ম্যাচে ১০ পয়েন্ট।

আরও পড়ুন - প্রয়াত অলিম্পিয়ান ফুটবলার Nikhil Nandy

.