ISL 2020-21: সেয়ানে সেয়ানে লড়াই, জামশেদপুরকে হারাল চেন্নাইয়ন এফসি

দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণ ঝড় তুলে দুরন্ত ফুটবল উপহার দেন জামশেদপুর এবং চেন্নাইয়ন এফসির ফুটবলাররা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 24, 2020, 11:11 PM IST
ISL 2020-21: সেয়ানে সেয়ানে লড়াই, জামশেদপুরকে হারাল চেন্নাইয়ন এফসি
ছবি সৌজন্যে : ISL

নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল গতবারের ফাইনালিস্ট চেন্নাইয়ন এফসি। প্রথম ম্যাচে জামশেদপুর এফসিকে ২-১ গোলে হারাল দক্ষিণের দলটি।

ম্যাচের তিনটি গোলই এদিন প্রথমার্ধে হয়েছে। জামশেদপুর বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটেই চেন্নাইয়ন এগিয়ে যায়। সৌজন্যে অনিরুদ্ধ থাপা। জামশেদপুরের ডিফেন্স লাইন গুছিয়ে ওঠার আগেই ইসমারের পাস থেকে গোল করেন থাপা। আইএসএলে এটাই এখন পর্যন্ত দ্রুততম গোল। ম্যাচের বয়স তখন সবে ৫১ সেকেন্ড। চলতি আইএসএলে প্রথম ভারতীয় হিসেবে গোল করে করলেন তিনি।

 

এরপর ২৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল। বক্সের ভিতরে জামশেদপুরের আইজ্যাক চেন্নাইয়ের ছান্তেকে ধাক্কা দিলে পেনাল্টি পায় চেন্নাইয়ন। পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন ইসমা।

বিরতির কিছু আগে ব্যবধান কমায় জামশেদপুর। ভালসকিসের গোলে ব্যবধান কমায় তারা। গতবছর চেন্নাইয়ন এফসি-র হয়ে খেলেছিলেন ভালসকিস। প্রথমার্ধে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে অবশ্য স্কোরলাইন অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণ ঝড় তুলে দুরন্ত ফুটবল উপহার দেন জামশেদপুর এবং চেন্নাইয়ন এফসির ফুটবলাররা। ম্যাচের সেরা হয়েছেন অনিরুদ্ধ থাপা।

আরও পড়ুন - ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশার কথা শোনালেন সৌরভ

.