আইএসএলের সেরা কোচ গ্রেগরি, বর্ষসেরা গোলকিপার কোচ মোহনবাগানের অর্পণ দে

তাঁর তত্ত্বাবধানেই আইএসএলে দ্বিতীয় খেতাব জিতেছে চেন্নাই। 

Updated By: Jul 26, 2018, 03:32 PM IST
আইএসএলের সেরা কোচ গ্রেগরি, বর্ষসেরা গোলকিপার কোচ মোহনবাগানের অর্পণ দে

নিজস্ব প্রতিনিধি : প্রথমবার ভারতে কোচিং করাতে এসেছিলেন তিনি। প্রথমবারেই বাজিমাত। চেন্নাইকে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই আইএসএলে দ্বিতীয় খেতাব জিতেছে চেন্নাই। এমন সাফল্যের পুরস্কার পেলেন জন গ্রেগরি। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ফুটবল কোচেস (এআইএফসি) গ্রেগরিকে আইএসএলের বর্ষসেরা কোচ ঘোষণা করল।

আরও পড়ুন-  কাতার বিশ্বকাপ পর্যন্ত নেমারদের কোচ থাকছেন তিতে

গ্রেগরি এখন লন্ডনে। সেখান থেকে জানিয়েছেন, ''এই পুরস্কারটা আসলে দলের সব কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, ও প্রতিটা ফুটবলারের প্রাপ্য। কয়েক সপ্তাহের মধ্যেই আমি ভারতে ফিরছি। প্র্যাকটিসে নামার জন্য মুখিয়ে আছি। চেষ্টা করব, উঠতি কোতদের যতটা সম্ভব সাহায্য করতে।'' চেন্নাই ইতিমধ্যে গ্রেগরির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ফেলেছে। তাঁর কোচিংয়ে চেন্নাই টানা আট ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করেছে। সেইসঙ্গে, ২০১৯ এএফসি কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে। 

আরও পড়ুন-  চোট নিয়েই ফাইনালে খেলেছিলেন এমবাপে!

এআইএফসির বিচারে বর্ষসেরা গোলকিপার কোচ হয়েছেন একজন বাঙালি। মোহনবাগানের অর্পণ দে। এআইএফসির নির্বাচিত বর্ষসেরাদের তালিকায় একবার চোখ বুলিয়ে নিন-
বর্ষসেরা কোচ- জন গ্রেগরি, চেন্নাইন এফসি
আই লিগের সেরা কোচ- খগেন সিং, মিনার্ভা পাঞ্জাব
বর্ষসেরা গোলকিপার কোচ- অর্পণ দে, মোহনবাগান
আই লিগ দ্বিতীয় ডিভিশন বর্ষসেরা কোচ- ডেভিড রবার্টসন, রিয়াল কাশ্মীর 
হল অফ ফেম- পিকে বন্দ্যোপাধ্যায়। 
ইন্ডিয়ান উইমেন্স লিগ সেরা কোচ- শুক্লা দত্ত, রাইজিং স্টুডেন্ট ক্লাব

.