২৩ জুলাই হতে চলেছে চতুর্থ ISL ড্রাফট
জল্পনা শেষ। ২৩ জুলাই হতে চলেছে চতুর্থ আইএসএলের ড্রাফট। আইএসএলের নতুন নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঠিয়ে দিল ফেডারেশনের মার্কেটিং পার্টনার। ২৫ জন ফুটবলারের জন্য মোট ১৮ কোটি টাকা খরচ করতে পারবে সব দল। আগের বারের দল থেকে দুজন সিনিয়র ফুটবলার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
ওয়েব ডেস্ক : জল্পনা শেষ। ২৩ জুলাই হতে চলেছে চতুর্থ আইএসএলের ড্রাফট। আইএসএলের নতুন নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঠিয়ে দিল ফেডারেশনের মার্কেটিং পার্টনার। ২৫ জন ফুটবলারের জন্য মোট ১৮ কোটি টাকা খরচ করতে পারবে সব দল। আগের বারের দল থেকে দুজন সিনিয়র ফুটবলার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
আরও পড়ুন- রোহিত দলে ফিরলে কী হবে, এই প্রশ্নের উত্তরে কী বললেন রাহানে?
এছাড়াও সর্বাধিক তিনজন অনূর্ধ্ব ২১ ফুটবলারও ধরে রাখতে পারবে তারা। ইতিমধ্যেই সম্ভাব্য সাত-আটজনের নাম ফেডারেশনের মার্কেটিং পার্টনারকে পাঠিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যার মধ্যে থেকে সাতই জুলাইয়ের মধ্যে পাঁচজনকে বেছে নিতে হবে। আটজন বিদেশি ফুটবলারের জন্য সর্বাধিক সাড়ে ১২ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি টাকা খরচ হবে ভারতীয় ফুটবলারের জন্য। মার্কি ফুটবলারের বাজেট ১৮ কোটি টাকার মধ্যে থাকছে না।