বোলিং করলেই রক্তবমি! ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস
এরপরেও খেলা চালিয়ে গেলে বড়সড় অঘটন ঘটতে পারে। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।
নিজস্ব প্রতিবেদন : এমনিতে তেমন কোনও সমস্যা নেই। কিন্তু বল হাতে দৌড়লেই বিপত্তি। কফের সঙ্গে বেরিয়ে আসছে কাঁচা রক্ত। কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়েনি। কঠিন রোগ নিয়ে বিভ্রান্তিতে খোদ চিকিত্সকরাও। সেই চিকিত্সকদের পরামর্শেই ক্রিকেটের বাইশ গজ থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংস।
A serious health issue has forced former Australia allrounder John Hastings to draw the curtain on his decorated cricket career: https://t.co/7FuR7t5l8o pic.twitter.com/is8FBLVKSQ
— cricket.com.au (@cricketcomau) November 13, 2018
হেস্টিংসের অসুখটাই বড় রহস্যের। আর সেই রহস্যময় অসুখের কারণেই ক্রিকেটকে বিদায় জানান অজি পেসার। ৩৩ বছর বয়সী হেস্টিংস জানান, "বোলিং করলেই মুখ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু এর কোনও ব্যাখ্যা ডাক্তারদের কাছেও নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোলিংয়ের ধকলে ফুসফুসের রক্তনালিকা ফেটে গেছে। তার জন্যই এই বমি।"
এরপরেও খেলা চালিয়ে গেলে বড়সড় অঘটন ঘটতে পারে। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিত্সকদের সাবধানবাণী শুনে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন - বিবাহিত যুগলের কাঁধে ভর করে ম্যাচ জিতল দল
অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন হেস্টিংস। তবে ২৯টি একদিনের ম্যাচ এবং ৯টি টি টোয়েন্টিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বিগ ব্যাশে নতুন মরশুমে সিডনি সিক্সার্সে সই করেছিলেন।