ভারতে এবার একটি দলের মেন্টর এবং ব্র্যন্ড অ্যম্বাসাডর হলেন জন্টি রোডস

Updated By: Jul 31, 2017, 12:10 PM IST
 ভারতে এবার একটি দলের মেন্টর এবং ব্র্যন্ড অ্যম্বাসাডর হলেন জন্টি রোডস

ওয়েব ডেস্ক: ক্রিকেট খেলা ছাড়ার পর থেকে যেন ভারত প্রীতি বেড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসের। তাই না, নিজের মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া! তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দল মুম্বই ইন্ডিয়ান্সেরও ফিল্ডিং কোচ। শুধু তাই নয়, এবার তামিলনাড়ু প্রিমিয়র লিগের দলেরও ব্র্যান্ড অ্যম্বাসাডর হলেন জন্টি রোডস।

আরও পড়ুন সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গোটা ভারতীয় দল মাতল সেলিব্রেশনে

তামিলনাড়ু প্রিমিয়র লিগের দল রুবি কাঞ্চি ওয়ারিওর্সের ব্র্যান্ড অ্যম্বাসাডর এবং মেন্টর হলেন বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার। এই দলটির কোচের দায়িত্ব রয়েছেন প্রাক্তন ভারতীয় দলের বোলার টিনু যোহানন। টিনু বলেছেন, 'জন্টির মতো একজন কিংবদন্তিকে ছেলেরা কাছে পেলে অনেক কিছু শিখতে পারবে। ওদের খেলার মানও বাড়বে।' আর রুবি কাঞ্চি ওয়ারিওর্সের অফিসিয়াল টুইটারে জন্টির এই ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, 'পাখি নাকি বিমান? কোনওটাই নয়, জন্টি রোডস। মেন্টর এবং ব্র্যন্ড অ্যম্বাসাডর হিসেবে তাঁকে স্বাগত।' এবার আপনিও দেখে নিন সেই ছবিটি।

আরও পড়ুন  প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট

.