প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ম্যাচ শেষে তাই মুখে হাসি ফিরল মোরিনহোর।
নিজস্ব প্রতিবেদন : টানা দুটি ম্যাচে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে বার্নলিকে ২-০ গোলে হারাল হোসে মোরিনহোর দল। লেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও টটেনহ্যাম হটস্পারের কাছে হারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার অ্যাওয়ে ম্যাচে বার্নলির বিরুদ্ধে ম্যাচের ২৭ মিনিটে লুকাকুর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ-দিক থেকে আলেক্সি স্যাঞ্চেজের ক্রস বক্সের মধ্যে থেকে হেডে গোল করেন ম্যান ইউর বেলজিয়ান তারকা। বিরতির আগেই ব্যবধান বাড়ান সেই লুকাকু। চলতি মরশুমে এটি লুকাকুর তৃতীয় গোল।
Full-time: Burnley 0 #MUFC 2.
Two @RomeluLukaku9 goals are enough to give us all three points - well played, lads! #BURMUN pic.twitter.com/q15EQTStwW
— Manchester United (@ManUtd) September 2, 2018
৬৮ মিনিটে বার্নলির মিডফিল্ডার অ্যারন লেনন ইংল্যান্ডের মার্কাস র্যাশফোর্ডকে ফেলে দিলে পেনাল্টি পায় ইউনাইটেড। তবে পল পগবার স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়ে ব্যবধান বাড়তে দেননি জো হার্ট। তিন মিনিট পর বড় ধাক্কা খায় ইউনাইটেড। ফিল বার্ডসলির ফাউলের শিকার হয়ে পড়ে যান র্যাশফোর্ড। মেজাজ হারিয়ে উঠে স্বদেশি ডিফেন্ডারকে মাথা দিয়ে গুতো মারলে লাল কার্ড দেখেন ব্রিটিশ ফরোয়ার্ড। শেষ দিকে ২০ মিনিট ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে।
#MondayMotivation #MUFC pic.twitter.com/dwnjNCNjBC
— Manchester United (@ManUtd) September 3, 2018
৭৮ মিনিটে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন লুকাকু। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচ না জিতলে যে আরও চাপে পরে যেতেন কোচ হোসে মোরিনহো তা বলাইবাহুল্য। অবশ্য শেষ পর্যন্ত তাঁকে চাপমুক্ত করলেন দলের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ম্যাচ শেষে তাই মুখে হাসি ফিরল মোরিনহোর।