SC Eastbengal: গোয়ানিজ সেন্টার ব্যাক Joyner Lourenco এলেন ইস্টবেঙ্গলে

একের পর এক ফুটবলার নিচ্ছে ইস্টবেঙ্গল।

Updated By: Sep 3, 2021, 07:22 PM IST
 SC Eastbengal: গোয়ানিজ সেন্টার ব্যাক Joyner Lourenco এলেন ইস্টবেঙ্গলে

নিজস্ব প্রতিবেদন: ঝড়ের বেগে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (SC Eastbengal)। একের পর এক ফুটবলারকে ক্লাবে নিচ্ছে লাল-হলুদ। শুক্রবার বিকালে হীরা মণ্ডলের যোগদান ও রাজু গায়কোয়াড়ের চুক্তি নবীকরণের খবর জানিয়েছিল ইস্টবেঙ্গল। এবার সন্ধ্যায় গোয়ানিজ সেন্টার ব্যাক জয়নার লরেন্সোকে (Joyner Lourenco) তুলে নিল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব। টুইট বিবৃতি দিয়ে জানিয়ে দিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: SC Eastbengal: এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে Hira Mondal, থাকছেন Raju Gaikwad

এক বছরের চুক্তিতে ক্লাবে এসেছেন বেঙ্গালুরু, মুম্বই ও জামশেদপুরে খেলা ২৯ বছরের ফুটবলার। এর আগে ইস্টবেঙ্গল অমরজিত সিং কিয়াম, শুভ ঘোষ, আদিল খান, জ্যাকিচাঁদ সিং ও রোমিও ফার্নান্ডেজকে দলে নিয়েছে। এবার চলে এলেন জয়নারও। সম্ভবত ইস্টবেঙ্গলের পরের টার্গেট সোংপু সিনসিট। দল গঠনের ক্ষেত্রে মূলত গোয়ানিজ ফুটবলারদের দিকেই ঝুঁকেছে। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.