কাকার কাম ব্যাক

মরসুমের শুরুতে তাঁর পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ণ। রিয়াল মাদ্রিদে তাঁকে রাখা হবে কিনা,তা নিয়েও ছিল সংশয়।

Updated By: Sep 28, 2011, 02:15 PM IST

মরসুমের শুরুতে তাঁর পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ণ।
রিয়াল মাদ্রিদে তাঁকে রাখা হবে কিনা,তা নিয়েও ছিল সংশয়।
তার উপর দুই তারকা মেসি ও রোনাল্ডোর দাপটে বিশ্বফুটবল ভুলতেই বসেছিল তাঁকে।
একেবারে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন ব্রাজিলীয় সুপারস্টার কাকা।
কাকার দুরন্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলে আয়াক্সকে হারাল রিয়াল। একটি গোল করেন কাকা। গোল পেলেন রোনাল্ডো ও বেনজিমাও।নিজের পারফরম্যান্সে বেশ খুশি কাকা। তাঁর বিরুদ্ধে সমালচনার ঝড় কিছুটা কমবে বলে মনে করেন রিয়ালের এই তারকা ফুটবলার ।
চার বারের ইউরোপ প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়ান আয়াক্স এর শুরুটা ভালই হয়েছিল। কিন্তু কাকা-রোনাল্ডোর যুগলবন্দির সামনে বিশেষ প্রতিরোধই গড়তে পারেনি আয়াক্স।

.