India's Next Defence Minister: এই নক্ষত্র ক্রিকেটার এবার দেশের প্রতিরক্ষামন্ত্রী! আইপিএলের মাঝেই বিরাট প্রস্তাব

KL Rahul India's Next Defence Minister: ব্য়াট হাতে ও উইকেটের পিছনে নিজের জাত চিনিয়েছেন তিনি। এবার তাঁকে ভাবা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে।  

Updated By: Apr 8, 2024, 05:48 PM IST
India's Next Defence Minister: এই নক্ষত্র ক্রিকেটার এবার দেশের প্রতিরক্ষামন্ত্রী! আইপিএলের মাঝেই বিরাট প্রস্তাব
কেএল রাহুল এবার প্রতিরক্ষামন্ত্রী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2024) ১০ দলীয় লড়াইয়ে, এই মুহূর্তে তিনে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। ৪ ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে কেএল রাহুল (KL Rahul) অ্যান্ড কোং লড়াই জমিয়ে দিয়েছে। গত রবিবার আইপিএলের ২১ নম্বর ম্য়াচে, তিন বছরের পুরনো দুই ফ্র্যাঞ্চাইজি- লখনউ ও গুজরাত (টাইটান্স) মুখোমুখি হয়েছিল একানা ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্য়াট করে লখনউ পাঁচ উইকেটে মাত্র ১৬৩ রান তুলেছিল। কিন্তু এই রান ডিফেন্ড করেও রাহুলরা ৩৩ রানে হারিয়ে দেন শুভমন গিলদের। 

আরও পড়ুন: Jasprit Bumrah | MI vs DC | IPL 2024: বুম...বুম...বুমরা... লিগের ইতিহাসে মহানক্ষত্র, মাইলস্টোনের পর মাইলস্টোন

লখনউয়ের সর্বাধিক রান করেছিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (৪৩ বলে ৫৮)। বল হাতে কামাল করেছেন যশ ঠাকুর। একাই তুলে নেন পাঁচ উইকেট। এই ম্য়াচ জেতার পর এলএসজি-র সোশ্য়াল মিডিয়া টিম একটি ভিডিয়ো পোস্ট করেছে রাহুলকে নিয়ে। যিনি ম্য়াচে ৩১ বলে ৩৩ রান করেছেন। ইনফ্লুয়েন্সার শুভম গৌড় এসে রাহুলকে বলেন, 'শুভেচ্ছা রাহুল ভাই। আমার মনে হয় আপনার এবার ভারতের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হওয়া উচিত।' এরপর রাহুল করুণ সুরে বলেন, 'তুমিও আমার স্ট্রাইক রেট নিয়ে মজা করছ!' যা শুনে শুভম বলেন, 'না, না, আপনি ১৬০ রান করেও বারবার ডিফেন্ড করছেন। এই জন্য়ই বললাম।' বাস্তব ও বিদ্রুপের মিশেলে তৈরি এই  চিত্রনাট্য় হৃদয় জয় করে নিয়েছে সোশ্য়াল মিডিয়ার।

চলতি আইপিএলে রাহুল ৪ ম্য়াচে করেছেন ১২৮ রান। দেশের নক্ষত্র ক্রিকেটারের স্ট্রাইক রেট মাত্র ১২৮.৫৭। ঘটনাচক্রে রাহুলকে ফের একবার সমালোচিত হতে হচ্ছে তাঁর স্ট্রাইক রেটের জন্য়। আইপিএলে রাহুল এখনও পর্যন্ত ৪২৮৯ রান করেছেন ১৩৪.২৪-এর স্ট্রাইক রেটে। বরাবরই স্ট্রাইক রেট ইস্যুতে বিদ্ধ হয়েছেন রাহুল। এবারও তার ব্য়তিক্রম নয়। ফলে ভিডিয়োর এই বিদ্রুপ একেবারে বাস্তব। অন্য়দিকে আইপিএলে মাত্র তিন বছর বয়স লখনউয়ের। ১৩ ম্য়াচে তারা ১৬০ এর কম রান করেও প্রতিপক্ষকে সেই রান তাড়া করে জিততে দেয়নি। যা ইতিহাস। ভিডিয়োতে এই দিকটাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: FACT CHECK | Kaviya Maran | Rohit Sharma: নীতার ঘর ভাঙতে মরিয়া কাব্য, রোহিতের জন্য রাখা ব্ল্যাংক চেক! শুরু ভয়ংকর খেলা...

 

 
 
Loaded2.67%
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.