KL Rahul | IND vs ENG: 'অবিলম্বে বাদ দেওয়া হোক', ফের বিশ্বকাপের সেমিতে ব্যর্থ রাহুল! ফুঁসছেন ফ্যানরা

কেএল রাহুলের (KL Rahul) ব্যাটিং দেখে মাথা ঠিক রাখতে পারেলন না ফ্যানরা। ট্যুুইটারে তাঁকে ধুয়ে দিলেন নেটিজেনরা। ফের বিশ্বকাপের সেমিফাইনালে ব্যর্থ হলেন ভারতীয় ওপেনার।

Updated By: Nov 10, 2022, 02:43 PM IST
 KL Rahul | IND vs ENG: 'অবিলম্বে বাদ দেওয়া হোক', ফের বিশ্বকাপের সেমিতে ব্যর্থ রাহুল! ফুঁসছেন ফ্যানরা
ফের ব্যর্থ রাহুল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল (T20 World Cup 2022 Semifinal 2) মুখোমুখি হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (T20 World Cup 2022 Semifinal 2, IND vs ENG)। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ভারত দ্বিতীয় ওভারের মধ্যেই ওপেনার ও ভাইস ক্যাপ্টেন কেএল রাহুলকে (KL Rahul) হারায়। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ৫ বলে ৫ রান করে আউট হয়ে যান। ক্রিস ওকসের অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে অহেতুক মারতে গিয়ে রাহুল ক্যাচ তুলে দেন বাটলারের হাতে। ফের দায়িত্বজ্ঞানহীন ইনিংস খেললেন রাহুল।

আরও পড়ুন: IND vs ENG, ICC T20 World Cup 2022, 2nd semi final Live Updates: মোক্ষম সময় দ্রুত অস্তে গেলেন সূর্য, বিরাট ক্রিজে থাকলেও চাপে টিম ইন্ডিয়া

ট্যুইটারে ফ্যানরা রাহুলের একের পর এক ব্যর্থ ইনিংস দেখে ক্লান্ত। অবিলম্বে তাঁকে দল থেকে বসানোর দাবি তুলেছেন ফ্যানরা। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের সেমি ফাইনাল খেলেছিলেন রাহুল। তারপর এবার ফের আরেক বিশ্বকাপের শেষ চারে তিনি। ২০২৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক রান করে আউট হয়েছিলেন রাহুল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.