ইংল্যান্ড সফরের আগে কোহলির হুঙ্কার, ১১০ শতাংশ ফিট
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ খেলেই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডে।
নিজস্ব প্রতিনিধি : চার বছর আবার ইংল্যান্ড সফর। চার বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলির অগ্নিপরীক্ষা।
আগামীকাল আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবে বিরাট অ্যান্ড কোং। ২৭ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ খেলেই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে জো রুটদের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে তারা। আপাতত ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচ নিয়েই যাবতীয় চর্চা। কারণ, চার বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন। দশ ইনিংস মিলিয়ে কোহলির গড় ছিল মাত্র ১৩.৫০। দুঃস্বপ্ন ভুলে তাই এবার বিরাট নিশ্চয়ই ইংরেজদের ডেরায় নিজেকে প্রমাণ করতে চাইবেন।
আরও পড়ুন- ৮ ম্যাচ নির্বাসিত হতে পারেন চান্দিমল!
আয়ারল্যান্ড উড়ে যাওয়ার আগে নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোহলি। ইংল্যান্ড সফর ও টিম স্ট্র্যাটেজি নিয়ে ভারতীয় অধিনায়ক যা যা বললেন....
'কঠিন' ইংল্যান্ড সফর
''দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কা সফরের সময় দলের স্ট্র্যাটেজি যা ছিল এবারও তাই। একটা সিরিজের জন্য আমাদের দলের মাইন্ডসেট পাল্টে যাবে না। যে কোনও দলের বিরুদ্ধে খেলতে নামার জন্য আমরা তৈরি। আমাদের কাছে বিপক্ষ মানে বিপক্ষই। সেটা কে তা নিয়ে চিন্তিত নই। ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ম্যাচ জেতাই আসল।''
নিজের ফিটনেস
''কাউন্টিতে না খেলার সিদ্ধান্তটা সেই সময় ঠিক বলে মনে হয়েছিল। আইপিএলের পর এই লম্বা বিরতি আমাকে শারীরিক বা মানসিক দিক থেকে ফিট হতে অনেক সাহায্য করেছে। কাউন্টি খেলে ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। কারণ, দীর্ঘদিন বাদে আমরা আবার ওই দেশে ক্রিকেট খেলতে যাচ্ছি। কিন্তু একইসঙ্গে চোট সারিয়ে পুরো ফিট হওয়াটাও জরুরি ছিল। এখন আমি ১১০ শতাংশ ফিট। ইংল্যান্ডের মাঠে নামার জন্য তর সইছে না।''
আরও পড়ুন- ক্রিকেট থেকে উধাও রিভার্স সুই, কারণ জানালেন শচীন
ইংল্যান্ডের উইকেট
টিমের কোচ রবি শাস্ত্রী বলছিলেন, ''বিরাট আগেই বলেছে, প্রতিটা সিরিজ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচকেই হোম গেম মনে করে খেলা ভাল। উইকেটের বিরুদ্ধেই আমাদের আসল লড়াই। বিপক্ষের মাঠে গিয়ে আক্রমণাত্মক খেলাটাই সেরা অস্ত্র। ছেলেরা সেটা জানে।