জিম্বাবোয়ের কোচ হলেন লালচাঁদ রাজপুত

২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। 

Updated By: May 18, 2018, 01:26 PM IST
জিম্বাবোয়ের কোচ হলেন লালচাঁদ রাজপুত

নিজস্ব প্রতিনিধি : জিম্বাবোয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তবে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজপুত বরাবর বড় নাম।

আরও পড়ুন - রাশিয়াতেও বিশ্বকাপ জিতবে জার্মানি ?

আরও একটা পরিচয় রয়েছে লালচাঁদ রাজপুতের। ২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় ২০০৮-এ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও সামলেছেন।

২০১৬-তে আফগানিস্তানের কোচ হয়েছিলেন ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যান। আফগানিস্তান টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছে। এবং আফগান ক্রিকেটের এই উত্থানে রাজপুতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা সময় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়েও ছিলেন রাজপুত।

আরও পড়ুন - এখনই দাড়ি কাটছেন না বিরাট!

মার্চে প্রাক্তন পেসার হিথ স্ট্রিককে কোচের পদ থেকে সরায় জিম্বাবোয়ের ক্রিকেট সংস্থা। জিম্বাবোয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতাঅর্জনই করতে পারেনি জিম্বাবোয়ে। তাই এই সিদ্ধান্ত। তাদের এই সিদ্ধান্ত। 

.